TRENDS
Advertisement

61 কিমির মাইলেজ সহ দারুণ তুখোড় লঞ্চ করল Honda, দেরি না করে আজই নিয়ে আসুন বাড়িতে

CD110 বাইকের নতুন মডেল লঞ্চ করেছে হোন্ডা। সেখানে আপনি একসাথে 10 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রথম থেকেই বাইকটির বিরাট চাহিদা রয়েছে। আসলে বাইকটি যে দামে লঞ্চ হয়েছে তাতে সেটি Hero…

Published By: Ritwik | Published On:

CD110 বাইকের নতুন মডেল লঞ্চ করেছে হোন্ডা। সেখানে আপনি একসাথে 10 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রথম থেকেই বাইকটির বিরাট চাহিদা রয়েছে। আসলে বাইকটি যে দামে লঞ্চ হয়েছে তাতে সেটি Hero Motocorp এর HF Deluxe এর সাথে জোর টক্কর দেয়। জবরদস্ত মাইলেজ সহ শক্তিশালী ইঞ্জিন এবং দূর্দান্ত ফিচারস পেয়ে যাবেন। 61 কিমির মাইলেজ সহ দারুণ তুখোড় লঞ্চ করল Honda, দেরি না করে আজই নিয়ে আসুন বাড়িতে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda CD 110 বাইকে , 5-স্পোক সিলভার অ্যালয় হুইল, ইকুয়ালাইজার সহ কম্বি-ব্রেক সিস্টেম (CBS), ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর সহ CD 110 Dream Deluxe ভেরিয়েন্টে আধুনিক ভিসার এবং ফেন্ডারের পাশাপাশি স্টাইলিশ গ্রাফিক্সও উপস্থিত রয়েছে।

বাইকে হাই-কোয়ালিটির টিউবলেস টায়ার সহ ডিসি হেডল্যাম্প রয়েছে। গাড়িকে শক্তি জোগানোর জন্য উন্নত স্মার্ট পাওয়ার (eSP) এবং ACG মোটর সহ 109.51 সিসির PGM-FI ইঞ্জিন রয়েছে। গাড়িটি 7,500 rpm এ মোট 8.67 bhp-এর শক্তি এবং 5,550 rpm-এ 9.30 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করে। 4-গতির গিয়ারবক্সের সাথে বাজারে লঞ্চ হয়েছে CD 110।

61 কিমির মাইলেজ সহ দারুণ তুখোড় লঞ্চ করল Honda, দেরি না করে আজই নিয়ে আসুন বাড়িতে

উল্লেখ্য যে, বাইকের মাইলেজও দূর্দান্ত। প্রতি লিটারে 61 কিমির যেতে পারে Honda CD 110। বাইকটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম রয়েছে 73,421 টাকা। 3 বছরের ওয়ারেন্টি প্যাকেজ থাকলেও সেটিকে 10 বছর পর্যন্ত বাড়াতে পারবেন। এক্ষেত্রে 7 বছরের ওয়ারেন্টি এক্সটেন্ড করতে হবে আপনাকে।

About Author