হিরো মোটরসের বাইক বাজারে বিখ্যাত কম দামের মধ্যে উন্নত কোয়ালিটির জন্য। এক্ষেত্রে তাদের Splendor Plus বাইকটি বাজারে বিশেষ নাম কুড়িয়েছে। মিড সেগমেন্টে বেশ শক্তিশালী এই Splendor। 60 কিমির মাইলেজ সমৃদ্ধ গাড়িটি বেশ দারুন কিছু ভার্সনে এসেছে বাজারে।
Hero Splendor Plus বাইকে মোটামুটি শক্তিশালী 97.2 cc ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 7.91 bhp শক্তি এবং 8.05 Nm পিক টর্ক জেনারেট করে। 4 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। দীর্ঘ রুটের ক্ষেত্রে দারুণ হবে হিরোর হাই পারফরমেন্স বাইকটি।
বাইকটিতে রয়েছে বড় 9.8-লিটার ফুয়েল ট্যাঙ্ক। বাজারে 88,308 হাজার এক্স-শোরুম মূল্যে বিক্রি হচ্ছে এই Splendor Plus। যদিও বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ভিন্ন ভিন্ন। এবং মোট 4টি ভ্যারিয়েন্ট 11টি রঙের সাথে আসছে বাইকটি। এই বাইকটির সিটের উচ্চতা 785 মিমিটার। হিরো স্প্লেন্ডার প্লাসের মোট ওজন থাকছে 112 কেজির আশেপাশে।
সুরক্ষার জন্য বাইকটির উভয় চাকায় রয়েছে ড্রাম ব্রেক। টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল শক অ্যাবজরবার সাসপেনশনের কারণে রাস্তায় চলার সময় বেশ স্মুথ ভাবেই চলে বাইকটি। উল্লেখ্য যে, বাইকটি TVS স্পোর্টের সাথে লড়াইয়ে নামবে বাজার দখলের জন্য।