Mahindra তাদের SUV সেগমেন্টে একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে। সেগুলোর চাহিদাও রয়েছে বেশ। সমস্ত SUV গাড়িগুলোর মধ্যে Bolero এবং Scorpio Classic বহুবছর ধরে ভারতের বাজারে রাজ চালাচ্ছে। কিন্তু এই দুই গাড়ির মধ্যে সেরা কোনটি? উত্তর জানতে দেখে নিন নিচের প্রতিবেদন।
Mahindra Scorpio Classic
Scorpio Classic এ রয়েছে নানান বিলাসবহুল ফিচারস। 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবেন এই গাড়িতে। Scorpio Classic এর দাম শুরু হচ্ছে 13.25 লক্ষ টাকা থেকে। ক্রুজ কন্ট্রোল , ABS, পার্কিং ব্রেকের মতো আধুনিক ফিচারস এবং এয়ার কন্ডিশনিংয়ের সুবিধা রয়েছে এখানে। 7 এবং 9, এই দুই আসন বিকল্পের সাথে উপলব্ধ গাড়িটি।
Scorpio Classic SUV গাড়িতে শক্তিশালী 2.2-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। যা মোট 132 PS শক্তি এবং 300 Nm টর্ক জেনারেট করে। 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে গাড়িটির টপ মডেলের এক্স শোরুম দাম 17.06 লক্ষ টাকা। নিরাপত্তার জন্য সামনে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগও রয়েছে।
Mahindra Bolero
Bolero তেও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা গাড়িটির এর লুক বাড়িয়ে তোলে। শক্তিশালী গাড়িতে 1.5-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে যা 75 PS শক্তি এবং 210 Nm টর্ক উৎপন্ন করে। ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) রয়েছে সহ ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যায় Bolero তে। 9.78 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাজারে উপলব্ধ Bolero। টপ মডেলের দাম পড়বে 10.79 লক্ষ টাকা।