TRENDS
Advertisement

6 লাখের বাজেটে সেরা গাড়ি এগুলোই, পুজোর মরশুমে কেনার হলে ফিচার্স দেখে নিন

পুজোর মরশুমে গাড়ি কেনার প্ল্যান থাকলে বেশ অনেকখানি টাকা বাঁচিয়ে নিতে পারেন। আসন্ন দীপাবলিতে একগুচ্ছ অফার নিয়ে আসে নানান কোম্পানি। এবার আপনি যদি কম দামে ভালো গাড়ি কিনতে চান তাহলে…

Published By: Ritwik | Published On:

পুজোর মরশুমে গাড়ি কেনার প্ল্যান থাকলে বেশ অনেকখানি টাকা বাঁচিয়ে নিতে পারেন। আসন্ন দীপাবলিতে একগুচ্ছ অফার নিয়ে আসে নানান কোম্পানি। এবার আপনি যদি কম দামে ভালো গাড়ি কিনতে চান তাহলে মারুতি সুজুকি বেস্ট অপশন। শুধু দামই কম নয়, সেইসাথে মাইলেজও ভালো দেয় মারুতির গাড়ি। নিচে দেখে নিন মারুতি সুজুকির সেরা তিনটি গাড়ি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Alto K10 6 লাখের বাজেটে সেরা গাড়ি এগুলোই, পুজোর মরশুমে কেনার হলে ফিচার্স দেখে নিন
Alto 800 এর পরিবর্তে বাজারে আসে Alto K10। গাড়িতে 998 সিসির পেট্রোল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিন মোট 65.71 Bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। Std (O), LXi, VXi এবং VXi+, এই চারটি ট্রিমে বিক্রি হয় গাড়িটি। বেস ভেরিয়েন্টের দাম শুরু হয় 3.99 লক্ষ টাকা থেকে। 24.9 km মাইলেজও রয়েছে গাড়িতে। বর্তমানে পেট্রোল ভার্সনে 45 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দেয়।

Wagon R 6 লাখের বাজেটে সেরা গাড়ি এগুলোই, পুজোর মরশুমে কেনার হলে ফিচার্স দেখে নিন
Alto এর মতোই আরেকটি বিখ্যাত গাড়ি Wagon R। বেশ বড় আকারের গাড়ি হওয়ার কারণে পরিবারের জন্য আদর্শ Wagon R। 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে সেখানে। যা মোট 90 PS শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করে। CNG ভার্সনে 34.05 km/kg মাইলেজ দেয় Wagon R। ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS-এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে এখানে। গাড়িটির প্রারম্ভিক দাম 5.55 লক্ষ টাকা। বর্তমানে পেট্রোল ভার্সনে 44 হাজার টাকার ছাড় রয়েছে।

Swift 6 লাখের বাজেটে সেরা গাড়ি এগুলোই, পুজোর মরশুমে কেনার হলে ফিচার্স দেখে নিন
Swift বেস্ট সেলিং গাড়ির তালিকায় আসে। হ্যাচব্যাক ক্যাটেগরির গাড়িতে 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পার্কিং ব্রেক, অল LED লাইট, উন্নত সুরক্ষা ব্যবস্থা সহ 10 টি রঙের সাথে আসে Swift। 30.90 KM/KG মাইলেজও পাওয়া যায় CNG ভার্সনে। 268 লিটার বুট স্পেস সহ গাড়িতে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। বর্তমানে গাড়িতে 44 হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

About Author