বর্তমানে 10 থেকে 20 হাজারের বাজেটে খুব বেশি ভালো ফোন দেখা যায়না। কিন্তু তারওমধ্যে মটোরোলা (Motorola) একাধিক দারুণ দারুন ফোন বাজারে এনে গ্রাহকদের মন জয় করেছে। এরকমই এক ফোন Motorola G13। ফোনটির দাম থাকে 13,999 টাকা অথবা তার আশেপাশে। কিন্তু এবার অফারে যে দামে পাওয়া যাচ্ছে ফোনটি তা কল্পনারও বাইরে।
ফোনের স্পেসিফিকেশন : Motorola G13 এ রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD স্ক্রিন। ডিসপ্লেতে 90Hz এর রিফ্রেশ রেট সহ 270ppi এর পিক্সেল ঘনত্ব থাকায় খুব ভালভাবে কনটেন্ট উপভোগ করতে পারবেন আপনি। গেমিং এবং ভারী কাজের জন্য সেখানে MediaTek Helio G85 CPU রয়েছে।
ফোনের ক্যামেরা ইউনিটও বেশ শক্তিশালী। পিছনের দিকে f/1.79 অ্যাপারচার সহ 50MP এর একটি ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়া পিছনে 2 MP এর দুটি অতিরিক্ত ক্যামেরা রয়েছে। ক্যামেরাতে হাই ডায়নামিক রেঞ্জ, টাচ টু ফোকাস, ডিজিটাল জুম এবং প্রো ক্যামেরার ফিচারস রয়েছে।
এছাড়া সেখানে গ্রাফিক্সের জন্য একটি Mali-G52 MC2 GPU সহ Cortex A55, Cortex A75 দ্বারা নির্মিত G85 CPU সমস্ত কাজ বেশ সহজেই করে দেয়। ফোনটিতে পারফরম্যান্সের জন্য 4GB RAM রয়েছে। উল্লেখ্য সেখানে শক্তি জোগানোর জন্য রয়েছে 5000mAh এর Li-Polymer ব্যাটারি। ফাস্ট চার্জিংও উপলব্ধ রয়েছে সেখানে।
G13 এর দাম 13,999 থেকে কমে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে 9999 টাকায়। একদফায় 28% দাম কমার সাথে সাথে আরো অতিরিক্ত অফারও পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। ব্যাংক ডিল থেকে এক্সচেঞ্জ সহ একাধিক অফারের সাথে আপনি 8850 টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন।