এশিয়া কাপ শুরু হতে আর কিছুক্ষণই বাকি। 2 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে। বিরাট কোহলির সাথে বাবর আজমের জোর টক্কর দেখা যাবে। সেরার লড়াইয়ের আগে আমরা আজ অন্য এক রিপোর্ট নিয়ে এসেছি। আপনার জানেন ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার বিরাট কোহলি এবং তার গাড়ির কালেকশন। কিন্তু আজ আমরা বাবর আজমের গাড়ির সংগ্রহশালায় নিয়ে যেতে চলেছি।
বিরাট কোহলির বাড়ির গ্যারাজ আপনারা সবাই দেখেছেন। কিন্তু আজ দেখে নিন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের গাড়ির কালেকশন।
1) Hyundai Sonata : Hyundai এর এই গাড়িটির ভারতীয় মুদ্রায় দাম 20 লক্ষ টাকা। 2 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে Sonata, সেটি সর্বোচ্চ 202 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এয়ার ব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সিট বেল্ট ওয়ার্নিং, সাইড ইমপ্যাক্ট বিমস, ক্র্যাশ সেন্সর, রিয়ার ক্যামেরার মতো সুরক্ষা ফিচারসও রয়েছে এই গাড়িতে।
2) Audi A5 : বাবর আজমের অতিপ্রিয় গাড়ি এটি। Audi এর এই গাড়িটিতে 2 এবং 3 লিটার, এই দুই প্রকার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ 188 থেকে 349 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 55.44 লক্ষ টাকা।
3) Baic BJ40 Plus : চিনা কোম্পানি Baic এর এই গাড়িটিও রয়েছে বাবরের গ্যারেজে। Jeep Wrangler Rubicon এর হুবহু নকল করে তৈরি করা হয়েছে Baic BJ40 Plus। সর্বোচ্চ 250 হর্সপাওয়ার শক্তি উত্পন্ন করতে পারে আর সেই সাথে অফ-রোডিংয়েও সক্ষম BJ40 Plus গাড়িটির দাম 1.16 লক্ষ টাকা।
এছাড়া BMW RR 310 এবং Yamaha R1 এর মতো কিছু স্পোর্টস বাইকও রয়েছে বাবরের গ্যারেজে।