Read In
Whatsapp
Celeb's Collection

কোটি টাকার বহুমূল্য গাড়ি নয়, মারুতি সুজুকির এই গাড়ি দিয়েই নিত্য যাতায়াত করেন শ্রদ্ধা কাপুর থেকে সারা আলি খান

বলিপাড়ায় তারকাদের গ্ল্যামার এবং রূপের সৌন্দর্য্যর সাথে সাথে সমস্ত কিছুই চটকদার হওয়ার প্রয়োজন পড়ে। সেজন্য দামী ড্রেস, দামী মেকাপ সহ বিলাসবহুল গাড়ি থাকাটা অত্যাবশ্যক হয়ে পড়ে। আর সেজন্য মুম্বাই শহরে অহরহ দামী গাড়ি দেখতে পাওয়া যায়।

স্টার মানেই তার কাছে দামী গাড়ি, দামী বাড়ি থাকবেই। কিন্তু এই ধারণার বিপরীতে হেঁটেছেন কিছু বলি অভিনেত্রী। খুবই সাদামাটা গাড়িতে দেখা যায় তাদের। চলুন এরকমই কয়েকজনকে নিয়ে জানাবো আপনাদের।

শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)
অনেকেই জেনে হতবাক হবেন, কিন্তু নায়িকার কাছে রয়েছে মারুতি সুজুকির ভিটারা ব্রেজ্জা (Maruti Suzuki Vitara Brezza)। সাদা রঙের গাড়িতে নিতান্তই সাদামাটা ফিচারস পাওয়া যায়। শ্রদ্ধার গ্যারেজে দামী গাড়িও রয়েছে অবশ্য।

এখানে আরও জানিয়ে রাখি, শ্রদ্ধার কাছে একটি Swift গাড়িও রয়েছে। আর এটিই তিনি বেশি ব্যবহার করেন। দামী গাড়ির তালিকায় নায়িকার রয়েছে Mercedes Benz GLA।

সারা আলি খান (Sara Ali Khan)
মারুতি সুজুকি অল্টো, জিপ কম্পাস, হোন্ডা সিআর-ভি
রাজ পরিবারের সদস্য তিনি। সেখানে নানান গাড়ির কালেকশন রয়েছে। তবে এসবের মধ্যে সারার পছন্দ খুবই সাধারণ। সারার গ্যারেজে রয়েছে Honda CR-V, Maruti Suzuki Alto, এবং Jeep Compass। অসাধারণ হয়েও নায়িকার সাধারণ দিক আমজনতার হৃদয় জিতে নিয়েছে।

কিম শর্মা (Kim Sharma)
কিম শর্মা সবাইকে অবাক করে দেন তার গাড়ির মাধ্যমে। কারণ তিনি নিজের বেরোনোর প্রয়োজনে ব্যবহার করেন টাটা ন্যানো! ভারতের বাজারে লঞ্চ হওয়া Nano সবচেয়ে সস্তা গাড়ি।

নুসরাত ভরুচা (Nusrat Bharucha)
অভিনেত্রীর পছন্দ Mahindra এর থার। লাইফস্টাইল SUV হিসেবে একদম সার্থক বলা চলে এই গাড়িটিকে। কম খরচেই বিলাসবহুল পারফরম্যান্স দেয় থার। তাই সাধারণের তো বটেই, একইসাথে Mahindra Thar সাধারণ মানুষেরও ভারী পছন্দের।

Back to top button