বলি সেলিব্রিটি নোরা ফাতেহির নাচের কথা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তিনি নিজের ড্যান্স স্টেপ এবং অভিনয় ক্ষমতার জন্য সমাদৃত হয়ে থাকেন। কিন্তু জানেন কি তার গাড়ির শখও রয়েছে বেশ! দেখে নিন তারকা অভিনেত্রীর বাড়ির গ্যারাজ।
নোরার বাড়ির গ্যারেজে রয়েছে BMW 5 সিরিজ থেকে শুরু করে ভক্সওয়াগেনের বিলাসবহুল হ্যাচব্যাক Polo গাড়িটি। তবে অন্যান্য গাড়ি থাকলেও নোরা ফাতেহির গাড়ির সংগ্রহের মধ্যবিন্দু BMW 5 20D সুপার লাক্সারি কার। গাড়িটির ফিচারস জানলে অবাক হবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক।
বিলাসবহুল এই গাড়িতে রয়েছে 1995 সিসির ইঞ্জিন। 4 সিলিন্ডার ইঞ্জিনটির সর্বোচ্চ গতিবেগ রয়েছে 235 Kmph। মাত্র 7 সেকেন্ডে 0 থেকে 100 kmph গতিতে পৌঁছে যায়। আর এই গাড়িটির মাইলেজ রয়েছে 20.3 kmpl। BMW 520D গাড়িটির অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে আসে।
গাড়ির 1995 সিসির ইঞ্জিন সর্বোচ্চ 190bhp শক্তি এবং 400 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। রিয়ার হুইল ড্রাইভের সাথে 8 গিয়ার এবং ম্যানুয়াল ওভাররাইড এবং প্যাডেল শিফটের সাথে আসে। বাজারে এই গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 65.89 লক্ষ টাকা। BMW 520D ছাড়াও নোরার গ্যারেজে রয়েছে মার্সিডিজ বেঞ্জ CLA 200D, হোন্ডা সিটি এবং ভক্সওয়াগেন পোলো।