Read In
Whatsapp
Celeb's Collection

150-র বেশি গাড়ি আছে আম্বানি পরিবারের কাছে, তার মধ্যে এই গাড়িগুলো সেরা! দাম দেখেই হাঁ হয়ে যাবেন

ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানিকে আজ সারা বিশ্বই একডাকে চেনে। তার প্রাচুর্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আবার আম্বানি এবং তার গোটা পরিবারের শখের কথাও কেনা জানে! তো এমন বিলিয়নিয়ারের যে বড় সংখ্যায় বিলাসবহুল গাড়ির কালেকশন থাকবে সে আর নতুন কিছু নয়।

মুকেশ আম্বানির গ্যারেজে একাধিক গাড়ি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আম্বানি পরিবারের কাছে গাড়ির সংখ্যা 150 এরও বেশি। জানলে অবাক হবেন যে, কেবল গাড়ি রাখার জন্যই মুম্বাইতে আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার 6 তলায় পার্কিং করা হয়েছে। নীচে তার সংগ্রহের দুটি সেরা গাড়ির বিষয়ে জানাচ্ছি আমরা।

1) Audi A9 Chameleon : অডি A9 একটি 2-দরজার কুপ স্টাইলের গাড়ি। 5 মিটার দীর্ঘ গাড়িতে 4.0 লিটারের V8 ইঞ্জিন রয়েছে। শক্তিশালী ইঞ্জিনের সাথে মোট 637 hp এর উচ্চ ক্ষমতা রয়েছে A9 এ । সর্বোচ্চ 250 কিমি/ঘন্টা গতিবেগ সহ Audi A9 এর দাম শুরু হচ্ছে 2.30 কোটি টাকা থেকে।

2) Mercedes-Benz Maybach : হাইব্রিড পেট্রোল ইঞ্জিন সমেত এই গাড়িটিতে 3982 থেকে 5980 cc এর ইঞ্জিন বিকল্প রয়েছে। আর ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে A9 এ 496 থেকে 603 bhp পর্যন্ত শক্তি এবং 700 থেকে 900 Nm পর্যন্ত পিক টর্ক উৎপন্ন করে। এছাড়া মাত্র 4.5 সেকেন্ডেই 100 kmph এর গতিতে পৌঁছাতে পারে সেটি। জানিয়ে দিই যে, গাড়িটির দাম রয়েছে 2.69 কোটি টাকা থেকে 3.40 কোটি টাকা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তার পরিবারের এই দুটি ছাড়াও একগুচ্ছ বিলাসবহুল গাড়ি রয়েছে। আপনি সেখানে দেখতে পাবেন Rolls-Royce Phantom Drophead Coupé Convertible, Bentley Bentayga, Mercedes Maybach, Bentley Continental Flying Spur, Rolls-Royce Phantom এর মতো একাধিক সুপার কার।

Back to top button