Read In
Whatsapp
Celeb's Collection

‘জসপ্রীত বুমরাহ’-র কাছে আছে ‘এক সে এক’ চোখ ধাঁধানো গাড়ি, দাম শুনলে আঁতকে উঠবেন

ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তার বোলিংয়ের জন্য প্রায়শই খবরে থাকেন। কিন্তু জানেন কি ডেথ ওভার সোশ্যালিস্ট বুমরাহর কিন্তু গাড়ির শখও বেশ দারুণ। তার কালেকশনে রয়েছে রেঞ্জ রোভার থেকে মার্সিডিজ মেব্যাচের মতো বিলাসবহুল গাড়ি। আজ আমরা আপনাদের তার সংগ্রহশালা থেকে ঘুরিয়ে আনি চলুন।

প্রথমেই জানিয়ে দিই, তথ্য অনুযায়ী, জসপ্রীত বুমরাহের কাছে শুধু যে দামি গাড়িই রয়েছে তা নয়। 10 লাখ টাকার একটি মারুতি ডিজায়ারও কিনেছেন তিনি। 13 লাখ টাকার টয়োটা ইটিওস রয়েছে তার কাছে। এরপর তার গ্যারেজে যুক্ত হয়েছে নানান দামী গাড়ি। আর এরমধ্যে রয়েছে Nissan এর GT-R। 2.15 কোটি টাকার নিসান জিটি-আর রয়েছে বুমরাহর বাড়ির গ্যারেজে।

 

জসপ্রিত বুমরাহ রেঞ্জ রোভার ভেলার গাড়িও কিনেছেন। বাজারে এই গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 93 লক্ষ টাকা থাকে। পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পের সাথে 1998 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে সেখানে। আর ভেলার গাড়িটি অল হুইল ড্রাইভ সমেত হাই পারফরম্যান্স দেয় রাস্তার ওপর। মাত্র 7.5 সেকেন্ডেই গাড়িটি তার টপ স্পিডে পৌঁছে যেতে পারে।

রেঞ্জ রোভার ভেলার দুটি ভেরিয়েন্টে আসে। এর পেট্রোল ভেরিয়েন্ট 13 kmpl এর মাইলেজ দেয় এবং ডিজেল ভেরিয়েন্টের মাইলেজ রয়েছে 15 kmpl। গাড়িটি সর্বোচ্চ গতিবেগ রয়েছে 217 kmph। যা মাত্র 7.5 সেকেন্ডেই পৌঁছে দেয় ভেলারের হাই পাওয়ারফুল ইঞ্জিন। উল্লেখ্য, রেঞ্জ রোভার ছাড়াও জাসপ্রিত বুমরাহর কাছে রয়েছে মার্সিডিজ মেব্যাচ এস 560 (2.55 কোটি)। এছাড়া কম দামী গাড়ির মধ্যে তার কাছে টয়োটা ইনোভা ক্রিস্টা (26 লাখ), হুন্ডাই ভার্না (18 লাখ) ইত্যাদিও দেখতে পাবেন।

Back to top button