TRENDS
Advertisement

ভারতীয় দলের স্টার ‘ওপেনার’ শুভমনের গ্যারেজে রয়েছে এইসব লাক্সারি চারচাকা, দেখলে হাঁ হয়ে যাবেন

একগুচ্ছ বিলাসবহুল গাড়ির মালিক শুভমন গিল, সেগুলোর দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

ভারতীয় দলের ওপেনার শুভমন গিল বর্তমানে দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন। সমস্ত রকম শটই দেখা যায় গিলের ব্যাট থেকে। ধীরে ধীরে তিনি ভরসার বড় জায়গা হয়ে ওঠেছেন। ক্রিকেট নিয়ে যেমন আগ্রহ রয়েছে তেমনই গাড়ি নিয়েও বেশ আগ্রহী ক্রিকেটার। আজ আপনাদের জানাব গিলের কাছে কী কী গাড়ি রয়েছে।ভারতীয় দলের স্টার ‘ওপেনার' শুভমনের গ্যারেজে রয়েছে এইসব লাক্সারি চারচাকা, দেখলে হাঁ হয়ে যাবেন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Mahindra Thar :

ভারতীয় দলের স্টার ‘ওপেনার' শুভমনের গ্যারেজে রয়েছে এইসব লাক্সারি চারচাকা, দেখলে হাঁ হয়ে যাবেন জনপ্রিয় এই গাড়িটি রয়েছে গিলের কাছেও। স্বয়ং আনন্দ মাহিন্দ্রা এই গাড়ি উপহার দেন তাকে। Thar গাড়িতে 2 লিটার পেট্রল ও 2.2 লিটার ডিজেল ইঞ্জিনিয়ে অপশন রয়েছে। শীঘ্রই 5 দরজার থার লঞ্চ হবে বাজারে।

Range Rover Velar 2.0 :

ভারতীয় দলের স্টার ‘ওপেনার' শুভমনের গ্যারেজে রয়েছে এইসব লাক্সারি চারচাকা, দেখলে হাঁ হয়ে যাবেন  রেঞ্জ রোভারের ভেলার বড় বড় তারকার গ্যারেজের শোভা বর্ধন করছে আর সেটি শুভমন গিলের কাছেও রয়েছে। 94 লক্ষ টাকার গাড়িটি 247 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। নানান হাই টেক ফিচারস এবং লেটেস্ট ফিচারস রয়েছে Velar এ।

Mercedes-Benz E350 :

ভারতীয় দলের স্টার ‘ওপেনার' শুভমনের গ্যারেজে রয়েছে এইসব লাক্সারি চারচাকা, দেখলে হাঁ হয়ে যাবেন জার্মান কোম্পানি মার্সিডিজের এই বিখ্যাত গাড়িটিও রয়েছে গিলের গ্যারেজে। 75 লাখ টাকার E350 তে 3 লিটার V6 ইঞ্জিন রয়েছে। এটি মোট 255 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম।

About Author