মালাইকা অরোরা (Malaika Arora) বিখ্যাত তার ফিটনেসের কারণে। হামেশাই নায়িকাকে দেখা যায় নানাবিধ পরিধানে। সেই নিয়েও কম আলোচনা হয়না। বলিউডে ড্যান্স নাম্বারে কোমর দুলিয়ে পরিচিতি লাভ করেন অভিনেত্রী। কিন্তু আপনারা হয়তো জানেন না যে, মালাইকার গাড়ির প্রতি অঢেল ভালোবাসা রয়েছে। নানান সুপারকারে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
মাইলাকার কাছে রেঞ্জ রোভার থেকে শুরু করে BMW 7 সিরিজ এবং Toyota ইনোভা ক্রিস্টা সহ একাধিক বিলাসবহুল গাড়ির লম্বা তালিকা রয়েছে। জিমে যাওয়ার প্রয়োজনে নায়িকার পছন্দ Range Rover Vogue। আর এই সুপারকার মাত্র 4 সেকেন্ডেই 100 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। 523hp শক্তি এবং 620 Nm টর্ক জেনারেট করতে সক্ষম Vogue এর এক্স শোরুম দাম 2.39 কোটি টাকা।
মালাইকা অরোরার কাছে থাকা Vogue গাড়িটি পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিন বিকল্ পের সাথেই বাজারে রয়েছে। হাইব্রিড ভার্সনে 2996 থেকে 4395 সিসি ইঞ্জিন মোট 550 থেকে 750 Nm পর্যন্ত পিক টর্ক উৎপইন করতে পারে। 4 হুইল ড্রাইভের সাথে Vogue এর টপ মডেলটির এক্স-শোরুম দাম 4.17 কোটি টাকা।
এছাড়াও মালাইকার কাছে রয়েছে BMW 7 সিরিজের SUV। সেখানে মোট 2998 সিসির শক্তিশালী ইঞ্জিন মোট 375.48 Bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভার্সনে BMW 7 সিরিজের সেডান গাড়িটির এক্স শোরুম দাম 1.7 কোটি টাকা। গাড়িতে 14.9-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ 3-লিটার টুইন টার্বো পেট্রোল ইঞ্জিন বর্তমান । আর এই ইঞ্জিন মোট 380 PS শক্তি এবং 540 Nm টর্ক উৎপন্ন করে।