জীবনের 40 টি বসন্ত পেরিয়ে 41 এ পা দিলেন রনবীর কাপুর। জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন ছবি Animal-এর টিজার। চকলেট বয়ের খোলস ছেড়ে সম্পূর্ণ বিধ্বংসী রূপে হাজির হয়েছেন তিনি। বলাই বাহুল্য যে, আজ থেকে 16 বছর আগে যে কেরিয়ার তিনি শুরু করেছিলেন তা আজও অব্যাহত। নিজের জীবনকে ভীষণভাবে উপভোগ করেন তিনি।
তো এহেন তারকার গাড়ির শখ-ও নেহাত কম নয়। এমনিতে বলিপাড়ার তারকাদের মধ্যে গাড়িবিলাসিদের তালিকা তৈরি করলে সবার আগে যে নামগুলি আসে তা হল শাহরুখ-সলমন বা জন আব্রাহাম। তবে অনেকেই হয়ত জানেননা যে ব্রহ্মাস্ত্র তারকা রণবীরও কিছু কম যাননা। অডি, মার্সিডিজের পাশাপাশি তাঁর কাছে রয়েছে হার্লে-ডেভিডসনের মতো ফাটাফাটি মোটরবাইক।
Audi A8, Audi R8, Range Rover Sports, Mercedes Benz AMG এর মতো গাড়ি রয়েছে রণবীরের গ্যারাজে। অভিনেতার কালেকশনে থাকা সবচেয়ে দামি গাড়ি হল Mercedes Benz AMG G-63 যার দাম 3 কোটি টাকা। এছাড়াও রণবীরের কাছে রয়েছে Audi A8L (1.58 কোটি টাকা), Audi R8 (2.70 কোটি টাকা), Range Rover Sports (1.43 কোটি টাকা), Range Rover Vogue (2.1 কোটি টাকা)।
Audi R8 : রণবীরের গাড়ির কালেকশনে রয়েছে একটি Audi R8। এই চারচাকার গতিবেগের কথা বললে ঘন্টায় 330 কিমি পার করে যায় এই গাড়ি। মাত্র 3.2 সেকেন্ডে 0 থেকে 100 কিমি গতিবেগ তোলার ক্ষমতা রাখে এই গাড়ি। এতে রয়েছে 5.2 লিটার পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ 602 হর্সপাওয়ার শক্তি জেনারেট করতে সক্ষম।
Mercedes Benz AMG : মজবুত তো বটেই পাশাপাশি লাক্সারিও বটে এই গাড়ি। SUV এর দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে মার্সিডিজ অন্যতম। এতে রয়েছে 4 লিটারের পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ 576 হর্সপাওয়ার শক্তি জেনারেট করতে সক্ষম। মাত্র 4.5 সেকেন্ডে 0 থেকে 100 কিমি প্রতি ঘন্টা স্পিড তুলতে সক্ষম এই গাড়ি।
রণবীর কাপুরের বাইক কালেকশন : একটা দুটো নয়, একাধিক বিলাসবহুল বাইক রয়েছে রণবীরের গ্যারাজে। অভিনেতার কাছে রয়েছে, Harley-Davidson Fat Boy। ভারতীয় মূল্যে এই গাড়ির বাজারদর 22.11 লক্ষ টাকা। এতে রয়েছে 1868 সিসির ইঞ্জিন যা থেকে সর্বাধিক 93.8 হর্সপাওয়ার এবং 155 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়াও এতে পেয়ে যাবেন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক।