Read In
Whatsapp
Celeb's Collection

ইউটিউব থেকেই কোটিপতি, 26 বছর বয়সী এলভিস যাদবের গাড়ির কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

ইউটিউব থেকে শুরু করে টিভির পর্দায় যে কয়জন। বেশ চর্চায় রয়েছেন তাদের মধ্যে একজন এলভিস যাদব। সম্প্রতি বিগ বসের কারণে বেশ চর্চায় এসেছেন তিনি। বস্তুত ইউটিউবে ব্যপক জনপ্রিয় হওয়ার কারণেই বিগ বসে ডাক পেয়েছেন তিনি। 2016 সালেই শুরু করেন ইউটিউব, এরপর মাত্র 26 বছর বয়সে এসেও ভারতের শীর্ষ ইউটিউবারের তালিকায় পৌঁছে গিয়েছেন।

আজ মাত্র 26বছর বয়সে এসেই দেশের বিরাট সংখ্যক মানুষকে নিজের ভক্ত বানিয়েছেন এলভিস। টুইটারে এলভিস আর্মি প্রায় প্রত্যহই ট্রেন্ডিংয়ে থাকে। কিন্তু জানেন কী, 14 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা এলভিস যাদবের গাড়ির কালেকশনও বেশ বড়। এমনকি বিলাসবহুল Porsche রয়েছে তার গ্যারেজে। চলুন আজ এই তারকার গ্যারেজ ভ্রমন করিয়ে আনি আপনাদের।

এলভিসের গাড়ির কালেকশনঃ- 

Porsche 718 Boxster : এলভিস যাদবের গ্যারেজের সবথেকে দামী গাড়ি পোর্শে 718 বক্সস্টার। বাজারে গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 1.41 কোটি টাকা। আর এই গাড়িই এলভিসের গ্যারেজের শোভা বর্ধন করছে। 2 লিটারের টার্বো ইঞ্জিন সহ সর্বোচ্চ 300hp এবং 380 Nm টর্ক তৈরী করতে পারে গাড়িটি।
Toyota Fortuner Legender : 42 লাখের Toyota Fortuner 4×2 ভেরিয়েন্টটিও রয়েছে এলভিসের গ্যারেজে। গাড়িটির সর্বোচ্চ শক্তি 177হপ এবং সেটি 450 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। 2.8 লিটারের ডিজেল ইঞ্জিন মাত্র 11.2 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি গতিতে পৌঁছে দেয়।
Hyundai Verna : 15 লাখ টাকার Hyundai এর এই গাড়িটি তার কাছে থাকা গাড়িগুলোর মধ্যে সবথেকে কমদামী। 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন 115hp শক্তি এবং 250 Nm শক্তি তৈরি করতে পারে।
Back to top button