![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/elvish-yadav-car-collection.jpg)
ইউটিউব থেকে শুরু করে টিভির পর্দায় যে কয়জন। বেশ চর্চায় রয়েছেন তাদের মধ্যে একজন এলভিস যাদব। সম্প্রতি বিগ বসের কারণে বেশ চর্চায় এসেছেন তিনি। বস্তুত ইউটিউবে ব্যপক জনপ্রিয় হওয়ার কারণেই বিগ বসে ডাক পেয়েছেন তিনি। 2016 সালেই শুরু করেন ইউটিউব, এরপর মাত্র 26 বছর বয়সে এসেও ভারতের শীর্ষ ইউটিউবারের তালিকায় পৌঁছে গিয়েছেন।
আজ মাত্র 26বছর বয়সে এসেই দেশের বিরাট সংখ্যক মানুষকে নিজের ভক্ত বানিয়েছেন এলভিস। টুইটারে এলভিস আর্মি প্রায় প্রত্যহই ট্রেন্ডিংয়ে থাকে। কিন্তু জানেন কী, 14 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা এলভিস যাদবের গাড়ির কালেকশনও বেশ বড়। এমনকি বিলাসবহুল Porsche রয়েছে তার গ্যারেজে। চলুন আজ এই তারকার গ্যারেজ ভ্রমন করিয়ে আনি আপনাদের।