Read In
Whatsapp
Advertisements

অক্ষয় কুমারের গ্যারেজে আছে এক সে এক ধাসু গাড়ি, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনার

অক্ষয় কুমারের গ্যারেজের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাবে আপনার, দেখে নিন তার গাড়ির কালেকশন

Advertisements

বলিউড অভিনেতাদের কাছে বেশ কিছু দামী এবং বিলাসবহুল গাড়ি রয়েছে। এর আগেও বেশ কিছু বলি তারকাদের নিয়ে আপনাদের জানিয়েছি। আজ আমরা অক্ষয় কুমারের বিলাসবহুল গাড়ির কালেকশন নিয়ে হাজির হয়েছি। চলুন আপনাদের জানাই সেই নিয়ে।

Advertisements

1) Rolls Royce Phantom : অক্ষয় কুমারের গ্যারেজে আছে এক সে এক ধাসু গাড়ি, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনার6749 cc ইঞ্জিন সহ গাড়িটি 563 bhp শক্তির সাথে আসে। অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে মোট 9.8 কিমি মাইলেজ দেয় এই বিলাসবহুল Phantom। 460 লিটারের বুট স্পেস সহ 8.99কোটি থেকে 10.48 কোটি টাকার এক্স-শোরুম দামের সাথে আসে।

2) Porsche Cayenne : অক্ষয় কুমারের গ্যারেজে আছে এক সে এক ধাসু গাড়ি, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনারহাই স্পিড এই গাড়িটি মাত্র 3.3 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে দেয়। 3 লিটারের পেট্রোল ইঞ্জিন সহ 353 hp শক্তির সাথে আসে। 6 টি ভেরিয়েন্টে উপলব্ধ গাড়িটির দাম শুরু হচ্ছে 1.57 কোটি টাকার এক্স-শোরুম দামের সাথে আসে।

3) Mercedes Benz GLS : অক্ষয় কুমারের গ্যারেজে আছে এক সে এক ধাসু গাড়ি, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনারমার্সিডিজের এই SUV গাড়িটি তারকাদের বেশ পছন্দের। অত্যাধুনিক ফিচারসের সাথে গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1.04 কোটি টাকা থেকে 2.43 কোটি টাকার মধ্যে। মার্সিডিজ GL350 ছাড়াও মার্সিডিজের ভি-ক্লাস গাড়ি রয়েছে অক্ষয় কুমারের কাছে।

4) Range Rover Vogue : অক্ষয় কুমারের গ্যারেজে আছে এক সে এক ধাসু গাড়ি, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনাররেঞ্জ রোভারের বিলাসবহুল গাড়িটিও রয়েছে আক্কির গ্যারেজে। 2966 সিসি থেকে 4395 সিসি ইঞ্জিনের সাথে আসে এই গাড়িটি। ইঞ্জিনের বিকল্পের সাথে মোট 345.98 bhp শক্তি থেকে 394.0 Bhp শক্তি উৎপন্ন করতে পারে গাড়িটি। 14 কিমি মাইলেজের সাথে 1.5 কোটি টাকার দামের সাথে আসে গাড়িটি।

#MoreOnAuto