ভারতে Audi এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি। আর সাম্প্রতিক সময়ে এই ব্র্যান্ডের E-tron গাড়িটি বেশ বিখ্যাত হয়েছে। স্বাভাবিক ভাবেই বিরাট কোহলির গ্যারেজেও রয়েছে সেই বহুমূল্য গাড়ি। কিন্তু বহুমূল্য এই গাড়িটি কেমন পারফর্ম করে? চলুন দেখে নেওয়া যাক।
Audi এর নতুন বৈদ্যুতিন গাড়ি। সদ্যই আয়ুষ্মান কিনেছেন Audi Q8 E-Tron। বহুমূল্য এই গাড়িটি এখন তার গ্যারেজের শোভাবর্ধন করছে। তাহলে চলুন দেরী নাকরে বহুমূল্য গাড়িটির কেমন সেই সম্পর্কে জানাই আপনাদের।
ব্যাটারি প্যাক : ব্যাটারি প্যাক অডি ই-ট্রন ভারতের বাজারে দুটি ব্যাটারি প্যাকের সাথে উপলব্ধ, 71 kWh এবং 95 kWh। 5 আসনের এই বিলাসবহুল গাড়ির টপ ভেরিয়েন্টের (95kWh) এক্স-শোরুম দাম 1.18 কোটি টাকা। বিরাটের গাড়ির মাইলেজ ক্ষমতা রয়েছে
484 কিমির।
ইঞ্জিন : গাড়িটি মোট 402 hp শক্তি সহ 664 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। অর্থাৎ বেশ শক্তিশালী পারফরম্যান্স মিলবে গাড়িটি থেকে। Audi E-Tron এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 250 কিমি!
ফিচারস : অডি ই-ট্রন খুব শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্যে 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 8.6-ইঞ্চি স্ক্রিন, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 360-ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ এবং Bang & Olufsen 16-স্পীকার সাউন্ড সিস্টেম মজুদ রয়েছে। অ্যাম্বিয়েন্ট লাইটিং প্যাকেজ প্লাস, 360 ডিগ্রি ক্যামেরা এবং সুরক্ষার জন্য 6টি এয়ারব্যাগ রয়েছে।
দাম : বিরাট কোহলির কালেকশনে থাকা Audi E-Tron বৈদ্যুতিক SUV গাড়িটির দাম রয়েছে 1.18 কোটি টাকা!