
টাটা মোটরসের Nexon গাড়িটির Facelift ভার্সন আসছে বাজারে। সাম্প্রতিক সময়ে গাড়িটি বিক্রির রেকর্ড বানিয়েছে Nexon। সবচেয়ে বড় কথা, জ্বালানি তো বটেই Nexon এর EV ভার্সনটিরও বাজারে বিপুল চাহিদা। আর তাই সবার নয়া ভার্সন নিয়ে আসছে টাটারা।
জানা যাচ্ছে Tata motors গাড়িটির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে। গাড়িটির স্পাই টেস্তিং চলাকালীন ছবিতে ধরা পড়েছে নতুন ভার্সনটি। সেখানে দেখা যাচ্ছে ফ্রন্ট ফেসিয়া, নতুন গ্রিল, লাইট বার, স্প্লিট হেডল্যাম্প এবং LED ডিআরএল এবং vertical হেডলাইট ক্লাস্টার। ড্যাশবোর্ড ও বর্তমান Nexon এর চেয়ে বেশ খানিকটা ভিন্ন।
ফিচারস : জানা যাচ্ছে যে, মাত্র 9 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম Nexon। শুধু তাই না, মাত্র একবার চার্জেই আপনি 453 কিমির মাইলেজ পেয়ে যাবেন। আবার 3.3 kw এর চার্জারের সাহায্যে 56 মিনিটে গাড়ি 80% চার্জিং সম্পূর্ন হয়ে যায়।
ইঞ্জিন : আসন্ন গাড়িতে দুই ধরনের ইঞ্জিন থাকতে পারে। এগুলো হলো , 1.2 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন এবং 1.5 লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। গাড়িটি ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় ট্রান্সমিশনের সাথেই আসে। সর্বোচ্চ 143 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম Nexon এর Facelift ভার্সন।
দাম : দাম সম্পর্কে কিছু জানা না গেলেও খবর মারফৎ জানা যাচ্ছে যে, নেক্সনের দাম থাকবে 7.99 লক্ষ টাকা থেকে 14.60 লক্ষ টাকা।