Read In
Whatsapp
Bike NewsElectric VehicalNews

লাগবে না মোটা টাকা! রাখী পূর্ণিমায় বোনকে উপহার দিন দুর্দান্ত এই বৈদ্যুতিক স্কুটার, দেখুন খুঁটিনাটি

বর্তমানে বৈদ্যুতিক বিভিন্ন যানবাহনের বিক্রী বেড়েছে দেশের অন্দরে। প্রচুর বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটারে লঞ্চ নিয়েছে। তথাকথিত কোম্পানিগুলোর পাশাপশি বিভিন্ন স্টার্টআপ কোম্পানিও দারুণ ব্যবসা চালাচ্ছে। এরকমই এক সংস্থা Yulu Wynn। তারা বেশ সস্তায় দারুণ একটি স্কুটার নিয়ে হাজির হয়েছে। চলুন এই স্কুটার নিয়ে জানাই আপনাদের।

Yulu Wynn স্কুটারের একটি ভেরিয়েন্ট এবং 2টি রঙের বিকল্পের সাথে আসে। শক্তিশালী ই-স্কুটারটিতে একটি 0.98 kwh ব্যাটারি প্যাক রয়েছে। আর বেশ সস্তায় ই-স্কুটারটি কিনতে পারেন আপনি। সামনেই রাখী পূর্ণিমা, তাই এই গাড়িটি উপহার হিসেবে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক গাড়িটিতে কি কি ফিচারস হয়েছে।

এই শক্তিশালী স্কুটারটিতে 24.9 kmph এর সর্বোচ্চ গতি পেয়ে যাবেন। 250 ওয়াট ক্ষমতার মোটর সহ Yulu Wynn E স্কুটারে মোবাইল কানেক্টিভিটি এবং রিমোট ভেহিকেল অ্যাক্সেসের মতো উন্নত ফিচারস রয়েছে। তাই 2023 সালের রাখী পূর্ণিমাতে আপনার বোনের জন্য এটি একটি নিখুঁত উপহার হতে পারে।

Yulu Wynn E স্কুটারটিতে OTA আপডেট ফিচারস পায়। স্কুটারটির এক্স-শোরুম দাম রয়েছে 55,555 টাকা। মাত্র 6000 টাকা ডাউন পেমেন্ট করেও কিনতে পারবেন। সেক্ষেত্রে 3 বছরের জন্য বার্ষিক 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে EMI খরচ হয় 1750 টাকা।

Back to top button