দিনদিন জ্বালানির দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ এখন বৈদ্যুতিক গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। তারমধ্যে যে গাড়িগুলি বেশি মাইলেজ দেয় সেগুলিই মানুষের প্রথম পছন্দ। এরকমই দুটি গাড়ি হল Ola s1 x এবং Ampere Magnus EX। স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের এই স্কুটারদুটির ফ্যান-ও প্রচুর। চলুন আজ এই দুটি গাড়ির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি।
প্রথমেই জানিয়ে দিই, এই স্কুটারের ডেলিভারির আর খুব বেশি দেরি নেই। Ola S1 X স্কুটারটিতে একটি 3.5-ইঞ্চি LCD কনসোল এবং রিভার্স মোডের অপশন রয়েছে। এছাড়াও এতে রয়েছে 3 kWh এবং 2 kWh এর দুটি ব্যাটারি প্যাক। উল্লেখ্য, এখনও স্কুটারটির বুকিং চলছে। কোম্পানির নিকটতম ডিলারশিপে বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 999 টাকার টোকেন দিয়ে বুক করতে পারেন।
দামের কথা বললে, Ola S1 এই প্রারম্ভিক মূল্য 79,999 হাজার এক্স-শোরুম। এতে দেওয়া হয়েছে 6000 ওয়াটের একটি মোটর। সিঙ্গেল চার্জে প্রায় 151 কিলোমিটার মাইলেজ দেয় স্কুটারটি। পাশাপাশি স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি 90 কিলোমিটার। এই মুহূর্তে গাড়িটির মোট 3 টি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। কালার অপশনের কথা বললে, আপনি মোট 7 টি কালার অপশন পাবেন।
View this post on Instagram
Ampere Magnus EX : এই দুর্দান্ত বৈদ্যুতিক স্কুটারটি একবার চার্জে 121 কিলোমিটার পর্যন্ত চলে। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 53 কিলোমিটার। 90 কেজির এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় 6-7 ঘন্টা। এতে রয়েছে 1200 ওয়াটের একটি মোটর। এছাড়াও এই স্কুটারটিতে পেয়ে যাবেন 60V/28Ah ব্যাটারি প্যাক।
View this post on Instagram
আরামদায়ক যাত্রার জন্য স্কুটারটির সামনের দিকে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে সিঙ্গেল স্প্রিং সাসপেনশন। রাইডারের নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক সহ একটি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। স্কুটারটির দামের কথা বললে, এর প্রারম্ভিক মূল্য 1,04,758 লক্ষ টাকা (এক্স-শোরুম)।