ইলেক্ট্রিক গাড়ি ভবিষ্যত কিনা সেই নিয়ে এখনো বিশদে কিছু জানা যায়নি বটে, কিন্ত বর্তমান সময় যে ইলেক্ট্রিক গাড়ির পক্ষে সেটা বলার অবকাশ থাকেনা। আর তাই এতদিন ভারতের গাড়ির বাজারে পয়লা নম্বর স্থানে থাকা মারুতি সুজুকিও কোমর বেঁধে নেমেছে। একসাথে ছয়টি গাড়ি নিয়ে আসছে তারা।
আসলে এতদিন জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে সুজুকি মার্কেটের বড় খেলোয়াড় হলেও ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে বেশ অনেকটাই পিছিয়ে ছিল তারা। Tata motors এই সময়ে EV এর বাজারে সবচেয়ে বড় শেয়ার রেখেছে নিজেদের কাছে। আর সেই মনোপলি ভাঙতেই আসরে পা রাখছে মারুতি সুজুকি। সংস্থাটি তার নতুন Invicto লঞ্চ করার সময়ই এই বার্তা দেয়।
আগামী সময় দেশে মোট ছয়টি বৈদ্যুতিক গাড়ি (EVs) চালু করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে মারুতি সুজুকির তরফে। টাটাদের আধিপত্য ভাঙতে এবং সেইসাথে প্রতিযোগিতা বাড়ানোই লক্ষ্য জাপানিজ সংস্থার। টাটাদের Nexon EV বর্তমানে বেশ বিখ্যাত। তারইমধ্যে Suzuki যদি ভালো EV লঞ্চ করে তাহলে আখেরে আমজনতারই লাভ।
এদিকে খবর আসছে যে, মারুতি সুজুকির বিখ্যাত WagonR এর ইলেক্ট্রিক ভার্সন লঞ্চ করবে সংস্থাটি। আসন্ন সময়ে যে ৬টি গাড়ি লঞ্চ করবে মারুতি সুজুকি তার মধ্যে এটাই সবচেয়ে সস্তা ভার্সন হতে চলেছে। ইতিমধ্যেই অনলাইনে গাড়িটির বেশ কিছু ছবি ভাইরালও হয়েছে। তবে WagonR এবং কিছুদিন আগেই শিরোনামে আসা eVX কনসেপ্ট কার ছাড়াও আরো চারটি গাড়ি নিয়ে আভাস দেয় সংস্থাটি।
মারুতি সুজুকি তাদের প্রেজেন্টেশনে কালো আউটলাইনে আসন্ন সময়ে গাড়িগুলিকে নিয়ে Tease করে। অনেকের ধারণা এই বাকি চারটি গাড়ি হতে পারে Baleno, Fronx, Grand Vitara এবং Jimny এর বৈদ্যুতিক ভার্সন। উল্লেখ্য যে, eVX বাজারে এলে সেটি Tata Nexon EV এবং Mahindra XUV400-র যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে।