Read In
Whatsapp
Car NewsNews

নতুন গাড়ির CNG ভার্সন লঞ্চ করে তাক লাগিয়ে দিল মারুতি, পাবেন শক্তিশালী ইঞ্জিন সঙ্গে দুর্দান্ত মাইলেজ

মারুতি আপাতত দেশের CNG এর বাজারে জাঁকিয়ে বসতে চাইছে। আর সেই কারণেই সদ্যই দুটি গাড়ি লঞ্চ করা হয়েছে সংস্থার তরফে। নয়া Maruti Fronx তাফের Sigma এবং ডেল্টা ভ্যারিয়েন্টের দুটি গাড়ি লঞ্চ করেছে বাজারে। যেগুলোর দাম শুরু হচ্ছে 8.41 লক্ষ এবং 9.27 লক্ষ টাকা থেকে।

CNG এর মার্কেটে আরো জোরদার উপস্থিতি দেখাতে বড় পদক্ষেপ নিয়েছে মারুতি। এটি আসলে মারুতি সুজুকির Baleno এর ক্রসওভার। সেখানে প্রায় সমস্ত কিছুই একই থাকলেও জ্বালানি এবং গাড়ির ডিজাইনে সামান্য পরিবর্তন নিয়ে এসেছে মারুতি। বাজার ধরার জন্য গাড়িটির ওপর বিশেষ অফারের কথাও ঘোষণা করেছে সংস্থাটি।

source : team bhp

Baleno CNG এর 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চলবে গাড়িটি যা 77.5PS শক্তি এবং 98.5Nm টর্ক তৈরি করে৷Maruti Fronx এ Baleno এর মতোই 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে এবং এটির রেঞ্জ রয়েছে প্রতি কিলো CNG তে 28.51 কিমি। যদিও Baleno এর পেট্রোল-ম্যানুয়াল ভেরিয়েন্টের তুলনায়, CNG গাড়িগুলোর দাম বেড়েছে 95,000 টাকা।

Fronx এর দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করছে মারুতি। এগুলো হলো সিগমা সিএনজি এবং ডেল্টা সিএনজি। যার মধ্যে সিগমা সিএনজি-র দাম রয়েছে 8.41 লক্ষ টাকা এবং ডেলটা ভার্সনের দাম 9.27 লক্ষ টাকা। Fronx গাড়িটিতে 7 ইঞ্চির টাচস্ক্রিনের সাথে রয়েছে অটো এসি এবং ডুয়াল এয়ারব্যাগ। মারুতির তরফে জারি করা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাসিক 23,248 টাকায় গাড়িটি কিনতে পারেন।

Back to top button