Yamaha এর বিভিন্ন বাইক বাজারে বেশ জনপ্রিয়। বিশেষ করে স্পোর্টস বাইকগুলো। স্টাইল থেকে পাওয়ার সমস্ত কিছুই দেখতে পাবেন আপনি। দ্রুত গতির বাইকগুলোর জন্য নানান ধরণের ডিজাইনে বাইকের লম্বা পোর্টফোলিও নিয়ে এসেছে। এর মধ্যে FZ-S বাইকটি বেশ জনপ্রিয়।
নানান বাইক থাকলেও FZ-S বাইকটি অধিক জনপ্রিয়। দাম এবং গুণমান উন্নত হওয়ার কারণেই এই বাইক অধিক বিক্রি হয়। বাইকটি প্রচুর পরিমাণে বিক্রি হলেও দাম বাড়ার কারণে কিছুটা হলেও সাধারণের হাতের বাইরে চলে গিয়েছে। তবে আপনিও যদি এই বাইক কিনতে চান তাহলে একটি দারুণ অফার নিয়ে এসেছি।
Yamaha FZ-S বাইকটিতে বেশ কিছু দুর্দান্ত ফিচারস রয়েছে। সামনের চাকায় ডিস্ক ব্রেক, সিঙ্গল চ্যানেল ABS, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, ডিজিটাল অডোমিটার, 149 সিসির ইঞ্জিন সহ 45 কিমির মাইলেজ পেয়ে যাবেন। নতুন কিনতে গেলে 1.45 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু আপনি বেশ সস্তায় পেতে পারেন, নীচে দেখে নিন কিভাবে কিনবেন।
মাত্র 15 হাজার টাকা দিলেই বাইকটি আপনার হতে পারে। কিন্তু এজন্য সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হবে। আবার 20 হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারেন। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র 15 হাজার টাকাতেই কিনে নিতে পারেন। 2012 মডেলের FZ-S বাইকটি OLX এর সাইট থেকে কেবলমাত্র 15,000 টাকাতেই আপনার করতে পারেন। উল্লেখ্য, এখানে কোনো অফার পাবেন না আপনি।