TRENDS
Advertisement

Wow! লাইসেন্স ছাড়াই দেশের যেকোনো যায়গায় চালাতে পারবেন এই ৫ স্কুটার! দাম কত?

বাইক অথবা স্কুটার চালানোর জন্য প্রয়োজন পড়ে লাইসেন্সের। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লেই হবে বড় বিপত্তি। কিন্তু জানেন কি এমন কিছু গাড়ি রয়েছে যা চালানোর জন্য আপনাকে লাগবে…

Published By: Ritwik | Published On:

বাইক অথবা স্কুটার চালানোর জন্য প্রয়োজন পড়ে লাইসেন্সের। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লেই হবে বড় বিপত্তি। কিন্তু জানেন কি এমন কিছু গাড়ি রয়েছে যা চালানোর জন্য আপনাকে লাগবে না কোনো লাইসেন্স। চলুন সেই নিয়ে জানাই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমত জানিয়ে রাখি যে, ৩০ কিমি প্রতি ঘণ্টার কম বেগে বা ২৫০ ওয়াটের কম আউটপুটের স্কুটি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে না। এগুলোর দাম কম হওয়ায় সামান্য দূরত্ব যাওয়ার প্রয়োজন পড়লে বেশ সহজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন, থাকবেনা কোন ঝুট ঝামেলা। কিন্তু তাহলে এই তালিকায় রয়েছে কোন কোন গাড়ি?

১) হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ E2 : Wow! লাইসেন্স ছাড়াই দেশের যেকোনো যায়গায় চালাতে পারবেন এই ৫ স্কুটার! দাম কত?বেশ সস্তায় কিনতে পারেন হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ E2। ৫৯ হাজার টাকার গাড়িতে রয়েছে ৪৮ ভোল্ট এবং ২৮ Ah Li-ion ব্যাটারি। একবার চার্জে আপনি মোট ৬৫ কিমি অবধি যেতে পারেন। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টা বেজে চলতে পারে।

২) Gemopai Miso : Wow! লাইসেন্স ছাড়াই দেশের যেকোনো যায়গায় চালাতে পারবেন এই ৫ স্কুটার! দাম কত?সদ্য বাজারে লঞ্চ হওয়া এই বাইকটিরও সর্বোচ্চ গতি মাত্র ২৫ কিলোমিটার। এই স্কুটারে ৪৮V এবং ১ kWh এর ব্যাটারির মাধ্যমে ৬০ কিমি অবধি ঘুরতে পরেন।

৩) EeVe Xenia : Wow! লাইসেন্স ছাড়াই দেশের যেকোনো যায়গায় চালাতে পারবেন এই ৫ স্কুটার! দাম কত?আগের বছরই বাজারে এসেছে গাড়িটি। মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে সেটি। একবার চার্জে মোট ৭০ কিলোমিটার চলে। গাড়িকে চালানোর জন্য রয়েছে ২৫০W মোটর। মাত্র ৪৩ হাজার টাকায় গাড়িটি কিনতে পারেন।

৪) Okinawa Lite : Wow! লাইসেন্স ছাড়াই দেশের যেকোনো যায়গায় চালাতে পারবেন এই ৫ স্কুটার! দাম কত?৬৬ হাজার টাকার এই বাইকেও ২৫০ ওয়াটের BLDC বৈদ্যুতিক মোটর এবং ১.২৫ kWh ব্যাটারিপ্যাক রয়েছে। ৬০ কিমি রেঞ্জের গাড়িতে আপনি এলইডি হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেল-ল্যাম্প এবং এলইডি ইন্ডিকেটর পাবেন।

৫) Ampere Rio Elite : Wow! লাইসেন্স ছাড়াই দেশের যেকোনো যায়গায় চালাতে পারবেন এই ৫ স্কুটার! দাম কত?৬০ কিমি রেঞ্জের এই বাইকটি ঘণ্টায় ২৫ কিমি।বেগে ছুটতে পারে। ২৫০ ওয়াটের একটি BLDC মোটর রয়েছে। এখানে অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ইউএসবি চার্জিং এলইডি হেডলাইট, টেললাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ড্যাশবোর্ড।

About Author