TRENDS
Advertisement

MotoGP এডিশনে বাইক এবং স্কুটার লঞ্চ করল Yamaha, দাম শুরু হচ্ছে মাত্র এত টাকা থেকে!

Monster Energy MotoGP এডিশনে নতুন বাইকের সম্ভার নিয়ে হাজির Yamaha, স্টক লিমিটেড তাই তাড়াতাড়ি কিনে নিয়ে যান

Published By: Ritwik | Published On:

সামনেই ভারতের মাটিতে শুরু হবে Motogp এর পরবর্তী এডিশন, আর তার আগে বড় চমক দিয়েছে Yamaha Motor India। বিভিন্ন বাইক এবং স্কুটারের Motogp ভার্সন নিয়ে হাজির তারা। নতুন এক লম্বা পোর্টফোলিওতে YZF-R15M, MT-15, Aerox 155 এবং Ray ZR সহ একাধিক স্কুটার লঞ্চ করেছে কোম্পানি। চলুন দেখে নেওয়া যাক কিরকম কি বাইক এবং স্কুটার এনেছে কোম্পানি। MotoGP এডিশনে বাইক এবং স্কুটার লঞ্চ করল Yamaha, দাম শুরু হচ্ছে মাত্র এত টাকা থেকে!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Yamaha খুবই সীমিত সংখ্যক বাইক এবং স্কুটার লঞ্চ করেছে MotoGp এডিশনে। উল্লেখ্য, যে এখানে বাইক এবং অন্যান্য ফিচারসে তেমন কোনো পরিবর্তন আসেনি। ডিজাইনে অবশ্য পরিবর্তন দেখা গিয়েছে। উল্লেখ্য যে, YZF-R15M বাইকের MotoGP এডিশননের দাম 1,97,200 টাকা, MT-15 V2.0 বাইকের দাম 1,72,700 টাকা।

MotoGP এডিশনে বাইক এবং স্কুটার লঞ্চ করল Yamaha, দাম শুরু হচ্ছে মাত্র এত টাকা থেকে!

স্কুটার বিভাগেও Yamaha Ray ZR 125 Fi হাইব্রিড স্কুটারের MotoGP এডিশনের দাম 92,300 টাকা। Aerox 155 স্কুটারের দাম এখনো জানায়নি Yamaha। আগামী সপ্তাহ থেকেই বাইকগুলো কেনা সম্ভব হবে। Yamaha Blue Square Outlet থেকে এই বাইকগুলো ক্ষমা সম্ভব।

MotoGP এডিশনে বাইক এবং স্কুটার লঞ্চ করল Yamaha, দাম শুরু হচ্ছে মাত্র এত টাকা থেকে!

উল্লেখ্য, Yamaha MT-15 MotoGP বাইকে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন পাওয়া যায়। MT-15 এবং R15, উভয় বাইকে একই ইঞ্জিন দেখতে পাওয়া যায়। আর এটি মোট 18hp শক্তি 14.1Nm টর্ক তৈরি করতে সক্ষম। Ray ZR এর 125 সিসি ইঞ্জিন সহ 8.04hp শক্তি এবং 10.3Nm টর্ক তৈরি করতে পারে। Aerox 155 স্কুটারে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়।

About Author