ই বাইকের বাজারে দারুণ রেকর্ড গড়েছে বাজাজ এবং ওলা। বিগত সময়ে দুই সংস্থাই দারুণ পারফর্ম করেছে। তবে ব্যাটারি চালিত স্কুটারের ওপর সরকারি ভর্তুকি কমার পর থেকেই ব্যবসাতে তার কিছু প্রভাব পড়েছে। আর সর্বশেষ পরিসংখ্যান সম্প্রতি সামনে এসেছে। চলুন দেখা যাক সেখান থেকে কি জানতে পারা যাচ্ছে।
বিগত সময়ে দেশের বেস্ট সেলিং স্কুটার ছিল ওলা (OLA)। জুন মাস নাগাদ তারা 18,000 ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। কিন্তু তারপরেও তাদের বিক্রি কমেছে 48.5%। যদিও এখনো। OLA একাই 40% এর অধিক মার্কেট নিজের দখলে রেখেছে। কিন্তু ভর্তুকির মান কমে যাওয়ায় ফলে দাম বাড়াতে বাধ্য হয়েছে ওলা সহ আরো অন্যান্য সংস্থাগুলি। এদিকে দাম বাড়ার ফলে জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে স্কুটার গুলির।
কিন্তু ওলার বিক্রি কমলেও তরতরিয়ে এগোচ্ছে বাজাজ অটো। বিখ্যাত সেই বাজাজ চেতক স্কুটারের বৈদ্যুতিক অবতারে ভালই বিক্রি হচ্ছে বর্তমানে। দূর্দান্ত সমস্ত ফিচারস থাকার কারণে এমনিতেই মানুষের পছন্দের হয়ে ওঠেছে নয়া ইলেক্ট্রিক স্কুটারটি। বিক্রিও বেড়েছে দারুণ গতিতে।
উল্লেখ্য যে, গত বছরের তুলনায় চার গুন বিক্রি বেড়েছে এবার। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 36,260টি স্কুটার বিক্রি করেছে বাজাজ। যদিও বর্তমানে সেমি কন্ডাক্টরের সাপ্লাই কমে যাওয়ায় সমস্যা বেড়েছে কোম্পানিগুলির। বাজাজের চেতক ইলেকট্রিক স্কুটারের 3 kwh এর ব্যাটারি একবার ফুল চার্জে 108 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। 1.22 লাখ থেকে 1.43 লাখের এই স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় 70 কিমি।