Read In
Whatsapp
Bike News

বাইকের বাজার কাঁপাতে আসছে Yamaha এর দুই শক্তিশালী বাইক, দাম সাধ্যের মধ্যেই

Yamaha বাজারে নিয়ে আসছে নতুন বাইকের সম্ভার। আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হবে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বেশ কিছুসময় আগেই বাইকদুটি নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। ডিজাইন থেকে বাইকের পাওয়ারট্রেন, সমস্ত কিছু নিয়েই সোশ্যাল মিডিয়াতে দারুণ চর্চা চলতে থাকে।

অনেকেই হয়তো জানেন না যে, Yamaha R3 এবং MT-03 বাইকদুটি লঞ্চ হয় MotoGP চলাকালীন। এরপর খবর আসে ডিসেম্বর মাসেই লঞ্চ হওয়ার বিষয়ে। নতুন রূপে একাধিক ফিচারস সমেত শক্তিশালী ইঞ্জিনের সাথে কামব্যাক করছে Yamaha R3। বিশ্বজুড়েই দারুণ জনপ্রিয় এই বাইক।

Yamaha R3 এর সাথে বাজারে আসবে সেটির ন্যাকেড ভার্সন MT-03। যদিও ডিজাইন ছাড়া সেরকম কিছু ফারাক থাকবেনা বাইক দুটির মধ্যে। সম্প্রতি এই দুই বাইকের MotoGP এডিশনও লঞ্চ করেছে Yamaha। বাজারে অবশ্য এই দুই বাইককে জোর টক্কর দেবে Aprilia RS 457 এবং Kawasaki Ninja 400।

Back to top button