Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Electric Scooter: আসছে বার্গম্যান থেকে ইয়ামাহার ইলেকট্রিক স্কুটার, কিনতে হলে এক্ষুনি দেখে নিন

জ্বালানির দাম আকাশছোঁয়া আর সেকারণে বেড়েছে ইলেকট্রিক গাড়ির বাজার। কিন্তু সহজে তো আর পেট্রল গাড়িকে টেক্কা দেওয়া যায় না। সেজন্য আজও বেশ বিকোচ্ছে ইলেকট্রিক স্কুটার থেকে শুরু করে বাইক। কিন্তু খুবই জলদি বিখ্যাত কয়েকটি জ্বালানি চালিত স্কুটারের বৈদ্যুতিক ভার্সন আসতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক।

Suzuki Burgman : এইমুহুর্তে Suzuki Burgman এর পেট্রল ভার্সন উপলব্ধ রয়েছে ভারতে। তবে সম্প্রতি নতুন প্রযুক্তির সাথে ই-বার্গম্যান উন্মোচন করেছে সংস্থা। সমান্তরাল পৃষ্ঠতলে এটি 60 কিমি প্রতি ঘণ্টা গতিতে ফুল চার্জে 44 কিমি ছুটতে পারবে বলে দাবি সংস্থার। আপাতত গ্রাহকদের নজর রয়েছে এই নতুন স্কুটারের দিকে।

Yamaha E-01 : সুজুকির পাশাপাশি ইয়ামাহাও তাদের নতুন ই-স্কুটার লঞ্চ করেছে। শোনা যাচ্ছে, এই ই-স্কুটারে বেশ বড় একটা ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, মাত্র 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এই স্কুটারটি। তবে ফার্স্ট চার্জিং-র অপশন থাকলে আরও কম সময়ে চার্জ হয়ে যাবে এই স্কুটার। দামের কথা বললে, প্রায় 1.15 লক্ষ টাকার মধ্যেই এই স্কুটারকে ঘরে আনতে পারবেন। সিঙ্গেল চার্জে প্রায় 104 কিলোমিটার রেঞ্জ দেবে এই গাড়ি। যদিও লঞ্চিং-র তারিখ এখনও ঘোষণা হয়নি।

এছাড়াও দুটি স্কুটার লঞ্চ আসছে বাজারে, Ather 450S এবং নতুন Bajaj Chetak। Ather 450S-র নতুন এডিশনটি সিঙ্গেল চার্জে 150 কিলোমিটার রেঞ্জ দেবে। বড় ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে সেটি। বাজাজ অটোর সিইও রাজীব বাজাজের কথা অনুযায়ী, খুব শীঘ্রই নতুন বাজাজ চেতক আনতে চলেছে। নতুন এডিশনে রেঞ্জ যেমন বাড়বে তেমন বাড়বে ফিচার্স এবং স্পেশিফিকেশনও।

Back to top button