Read In
Whatsapp

ইতালির EICMA তে দেখা গেল নতুন দুটি নতুন Kawasaki, এইদিন ভারতে লঞ্চ হবে দুই বাইক

2023 সালের EICMA সংস্করণ এখনো অবধি বেশ উত্তেজনাপূর্ন রয়েছে। Hero Xoom 160 নিয়ে ভারতীয় বাজারে বেশ আলোড়ন পড়ে। এরপর Kawasaki এর দুই বাইক Z500 এবং Ninja 500 বেশ উত্তেজনা তৈরী…

Advertisements

2023 সালের EICMA সংস্করণ এখনো অবধি বেশ উত্তেজনাপূর্ন রয়েছে। Hero Xoom 160 নিয়ে ভারতীয় বাজারে বেশ আলোড়ন পড়ে। এরপর Kawasaki এর দুই বাইক Z500 এবং Ninja 500 বেশ উত্তেজনা তৈরী করেছে। 500 সিসির দুই বাইক আগামী বছরের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেমন হতে চলেছে Ninja 500 এবং Z500? চলুন দেখে নেওয়া যাক ইতালির EICMA তে দেখা গেল নতুন দুটি নতুন Kawasaki, এইদিন ভারতে লঞ্চ হবে দুই বাইক

প্রথমেই জানিয়ে রাখি যে, Z 500 এবং Ninja 500 এই দুই বাইকের ইঞ্জিন ইউনিট, চেসিস এবং অন্যান্য অংশ উভয় মডেলের জন্য অভিন্ন। পার্থক্য বলতে Ninja 500 রেসিং স্টাইলের ফেয়ারড বাইক আর Z 500 একটি নগ্ন স্ট্রিট ফাইটার। নতুন Ninja 500 বাইকটি অন্যান্য ফেয়ারড বাইকের মতোই ডিজাইনের সাথে আসে। সেখানে সামনে টুইন এলইডি হেডল্যাম্প ইউনিট এবং পিছনে ফুয়েল ট্যাঙ্কের সাথে সম্পূর্ণ ফেয়ারিং করে কনট্যুর করা হয়েছে।

Advertisements

ইতালির EICMA তে দেখা গেল নতুন দুটি নতুন Kawasaki, এইদিন ভারতে লঞ্চ হবে দুই বাইক

Z 500 বাইকে একটি ন্যাকেড স্টাইল সহ নয়া ডিজাইনের হেডল্যাম্প ইউনিট রয়েছে। বাইকে নতুন LED DRL রয়েছে যা এলইডি প্রজেক্টরের সামনে অনেক বেশি আক্রমণাত্মক বলে মনে হয়। বাইকের সামগ্রিক ডিজাইন Ninja 500-এর থেকে খুব বেশি আলাদা নয়। উভয় বাইকেই কাওয়াসাকি একটি ট্রেলিস ফ্রেম ব্যবহার করেছে যা পিছনে মনো-শক এবং সামনে টেলিস্কোপিক ফর্কের সাথে যুক্ত। দুই বাইকই সামনে এবং পিছনের ডিস্ক ব্রেক রয়েছে এবং ডুয়াল চ্যানেল ABS সিস্টেমও পাওয়া যায়।

ইতালির EICMA তে দেখা গেল নতুন দুটি নতুন Kawasaki, এইদিন ভারতে লঞ্চ হবে দুই বাইক

ইঞ্জিন এবং পাওয়ারট্রেন: Kawasaki Ninja 500, Z 500 বাইকে একই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। নতুন 451cc প্যারালাল-টুইন ইঞ্জিন থাকছে যা Eliminator 500 কেও শক্তি দেয়। ইঞ্জিনটি 6,000rpm-এ 42.6Nm পিক টর্ক এবং 9,000rpm-এ সর্বোচ্চ 45.4bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.