Read In
Whatsapp
Bike News

বছরের শুরুতেই বৈদ্যুতিক স্কুটার সহ তিনটি নতুন দুই চাকা লঞ্চ করবে TVS, দেখে নিন তালিকা

সদ্যই সমাপ্ত হয়েছে 2023। দারুণ কিছু বাইক এবং স্কুটার লঞ্চ হয়েছে বিগত বছরে। 2024 সালও দুই চাকার জন্য বেশ চমকপ্রদ হতে চলেছে। বছরের শুরুতেই চমক দিতে চলেছে TVS। একসাথে তিন তিনটি দুই চাকা নিয়ে আসছে তারা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসন্ন বছরে কী কী আসতে চলেছে।

TVS iQube ST
ইলেকট্রিক স্কুটারের বাজার যে বাড়তে চলেছে সেই নিয়ে আর নতুন করে বলার দরকার নেই। স্বাভাবিক ভাবেই এই সেগমেন্টে নতুন প্রোডাক্ট নিয়ে আসবে TVS। বাইকটি এর আগেই লঞ্চ হলেও এবার সেটির টপ স্পেক ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। নতুন স্কুটারে 82 kmph গতি পাওয়া যাবে। সেইসাথে থাকবে 4.56 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা দীর্ঘ মাইলেজ দেবে।

TVS Cruiser
নতুন বছরে নয়া ক্রুজার দেখা যাবে। রেট্রো ক্লাসিক ক্রুজার যাদের পছন্দের তাদের জন্য আইডিয়াল হতে পারে বাইকটি। উল্লেখ্য, আসন্ন বাইকটি TVS এর Ronin 225 এর ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। আর এই নতুন বাইকটির নাম হতে পারে Zeppelin। এখানেও ওই একই 225 সিসির ইঞ্জিন ব্যাবহার করতে পারে TVS।

নতুন TVS অ্যাডভেঞ্চার বাইক
প্রায় সমস্ত সেগমেন্টে হাজির থাকলেও অ্যাডভেঞ্চার শ্রেণীতে কোনো বাইক নেই TVS এর। তবে 2024 সালে বড় চমক থাকতে পারে। 313 সিসির ইঞ্জিন সমেত বাজারে আসতে পারে নতুন ডিজাইনের ক্রুজার বাইক। এটি Royal Enfield, Triumph ইত্যাদির সাথে লড়াই করবে।

Back to top button