দেশের অন্দরে বাইক এবং স্কুটারের চাহিদা ক্রমবর্ধমান। ধীরে ধীরে বাড়তে থাকছে এই সেগমেন্ট। স্কুটারের বাজারে বেশিরভাগ মানুষই Honda এর Activa 6G স্কুটারটিকে নিয়ে বেশি মাতামাতি করে থাকেন। দারুণ গুণমান সম্পন্ন, অধিক মাইলেজ এবং একগুচ্ছ ফিচার ও শক্তিশালী ইঞ্জিনের কারণে Activa 6G এর বিক্রী থেকে শুরু করে পারফর্ম্যান্স, সবই টপ ক্লাস। কিন্তু এবার বাজারে এমন এক স্কুটার এসেছে যা পিছনে ফেলবে Activa কে।
স্কুটারের দুনিয়ায় মোটামুটি রাজ চালিয়েছে Activa, কিন্তু এবার সেই তাজ যেতে বসেছে তাদের। সম্প্রতি TVS তাদের Jupiter স্কুটার লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (62kmpl)। আবার দামও কম, কারণ যেখানে Honda Activa কিনতে ন্যূনতম 78,269 টাকা খরচ হবে আপনার সেখানে Jupiter এর পিছনে 72,000 টাকা খরচ করলেই হবে।
দাম কত: নীচে বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম দেওয়া হলো
TVS Jupiter SMW – 72,340 টাকা
TVS Jupiter ZX Disc – 85,213 টাকা
TVS Jupiter Smartxonnect – 88,088 টাকা
TVS Jupiter Classic – 88, 648 টাকা
(আপনাদের জানিয়ে দিই যে, উল্লেখিত সমস্ত মূল্যই এক্স-শোরুমের দাম)
Activa এর মতো TVS Jupiter ও বেশ পছন্দের এবং ভরসাযোগ্য হয়ে ওঠছে সাধারণ মানুষের। মাইলেজ এবং দামের সাথে সাথে স্কুটারের ডিজাইনও Activa এর চেয়ে উন্নতমানের। Jupiter এ রয়েছে 110CC এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই স্কুটার সর্বোচ্চ 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজ পাবেন আপনি।
6 লিটারের স্টোরেজ সম্পন্ন এই স্কুটিটিতে লাইটিংয়ের জন্য রয়েছে LED হেডলাউট। যদিও টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে হ্যালোজেন লাইটের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে, দু চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই স্কুটারে। তবে টিভিএস জুপিটারের সিটের উচ্চতা মাত্র 765 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ কম (163 মিলিমিটার)।
এক নজরে স্কুটারের দাম