![](https://autoscoop.in/wp-content/uploads/2023/12/TVS-Apache-RTR-160-Vs-Bajaj-Pulsar-N160.jpg)
ভারতে বাইকের অভাব নেই। নানান সেগমেন্টে নানান ধরণের বাইক উপস্থিত রয়েছে। আর সেগুলোর চাহিদাও কম নেই। তবে ভারতের মার্কেট ট্রেন্ড ধীরে ধীরে বদলেছে। স্পোর্টস বাইকের চাহিদা বেড়েছে অনেকখানি। আর এই সেগমেন্টে দুটি দারুণ বিকল্প TVS Apache RTR 160 এবং Bajaj Pulsar N160।
বাইক প্রেমীরা ভালো করেই জানেন যে, TVS এবং Bajaj এর দুই বাইকই সেরা। দীর্ঘ সময় ধরে ভারতের বাজারে উপস্থিত রয়েছে এই দুই কোম্পানি। চলতি বছরই লঞ্চ হয়েছে নতুন Pulsar এবং গত 9 ডিসেম্বর বাজারে এসেছে নতুন Apache। দুই বাইকের মধ্যে সেরা কে দেখে নিন এখানে।
ইঞ্জিন
আপনাদের জানিয়ে রাখি যে, Apache বাইকে আপনি 164.9 সিসির এয়ার অয়েল কুল ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি 5গতির গিয়ারবক্স সমেত মোট 19.2 hp শক্তি এবং 14.2 Nm টর্ক তৈরি করতে সক্ষম। অন্যদিকে Bajaj এর বাইকে রয়েছে 164.82 সিসি এয়ার অয়েল কুল ইঞ্জিন। সেটি মোট 16 hp শক্তি এবং 14.65 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
অপেক্ষাকৃত শক্তিশালী ইঞ্জিন রয়েছে Apache বাইকে। এবার তাহলে মাইলেজের দিকে নজর দেওয়া যাক। Apache RTR 160 এর মাইলেজ 49.80 kmpl কিন্তু Bajaj Pulsar বাইকে 51.6 কিমি মাইলেজ পাওয়া যায়। দুই বাইকে আপনি ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল ABS দেখতে পাবেন। TVS এর বাইকে নতুন ভার্সনে যুক্ত হয়েছে তিনটি রাইডিং মোড।
এছাড়া এতদিন TVS Apache RTR 160 বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ভয়েস অ্যাসিস্ট সিস্টেম পাওয়া যেত না। নতুন ভার্সনে সেগুলো পাওয়া যাচ্ছে। সাথে ডিজিটাল ডিসপ্লে রাইড-বাই-রাইড ওয়্যার থ্রটল সিস্টেমও পাবেন আপনি। অন্যদিকে Bajaj Pulsar বাইকে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল থাকলেও নেই ব্লুটুথ কানেকটিভিটি।
দাম: নতুন Apache RTR 160 4V বাইক লঞ্চ হয়েছে 1.35 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে। Bajaj Pulsar বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.31 লক্ষ টাকা থেকে।