ভারতের বাজারে বেশ সাড়ম্ব রের সাথেই লঞ্চ হয়ে গেল ট্রায়াম্ফ মোটরসাইকেল। নতুন Speed 400 বাইকটিকে নিয়ে বেশ ঝড় উঠেছে। একইসাথে বাজারে এসেছে Speed 400 এর Scrambler ভার্সনও। আর এই গাড়িটি যোগ্য লড়াই দেবে KTM 390 Adventure X এবং Royal Enfield Himalayan-কে।চলুন দেখে নেওয়া যাক কেমন ভটে চলেছে বাইকটি।
1) Powertrain
বৈশিষ্ট্য | Triumph Scrambler 400X |
ইঞ্জিনের ক্ষমতা | 398 সিসি, সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। |
শক্তি | 40 bhp |
টর্ক | 37.5Nm |
ট্রান্সমিশন | 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন। |
2) Dimension :
Dimension | Triumph Scrambler 400X |
লম্বা | 2,177 মিলিমিটার |
প্রস্থ | 825 মিলিমিটার |
হাইট | 1,190 মিলিমিটার |
হুইলবেস | 1,418 মিলিমিটার |
সিটের উচ্চতা | 835 মিলিমিটার |
গ্রাউন্ড ক্লিয়ারেন্স | 195 মিলিমিটার |
এক্ষেত্রে জানিয়ে রাখি যে, ট্রায়াম্ফ তাদের স্পিড 400 গাড়ির দাম জানালেও Scrambler ভার্সনের দাম এখনো ঘোষণা করেনি। উল্লেখ্য, Speed 400 এর দাম রয়েছে 2.33 লক্ষ টাকা (Ex showroom)। অবশ্য আগে লঞ্চ করলেও সেপ্টেম্বর মাস থেকে সেটির ডেলিভারি শুরু হয়েছে। Scrambler 400X গাড়িটি অক্টোবর মাসে পুজোর আগে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, Scrambler 400X এর দাম থাকতে পারে 3.20 লক্ষ টাকা।