বৈদ্যুতিক গাড়ির বাজারে বড়সড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি পুনে ভিত্তিক ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কোম্পানি টর্ক মোটরস (Torq Motors) তাদের লাইনআপে একটি নতুন মডেল নিয়ে এসেছে। নতুন এই মডেলের নাম টর্ক ক্রাটোস আরবান (Tork Kratos Urban)। এটি Kratos R মডেলের অধীনে আসে। বেস মডেল হিসেবে Urban গাড়িটিকে বিক্রি করবে Torq।
দামঃ বেস মডেল হলেও কর্মক্ষমতা এবং পরিসর নিয়ে সন্দেহের অবকাশ রাখা উচিৎ নয়। ডিজাইনও মারাত্নক করেছে কোম্পানি। 1,67,499 টাকা এক্স-শোরুম মূল্যর সাথে গাড়িটি নিয়ে এসেছে কোম্পানি। মাত্র 999 টাকা দিয়েই গাড়িটি বুক করতে পারবেন আপনি। আগামী 15 আগস্ট থেকে সেটির ডেলিভারী শুরু করবে কোম্পানি।
ইঞ্জিনের শক্তিঃ টর্ক ক্রাটোস আরবান কোম্পানি বাইকটিকে তৈরি করেছে শহরে ব্যবহারের উদ্দেশ্যে। আর সেই অনুযায়ী কমিউটার ই-বাইকটিতে বেশ শক্তিশালী ইঞ্জিন রয়েছে। মোট 12 Bhp শক্তি এবং 38 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম Cratos Urban বাইকটি। উল্লেখ্য, 350 সিসি সেগমেন্টের বুলেট গাড়িটি 19 Bhp শক্তি আর মাত্র 27 Nm এর পিক টর্ক জেনারেট করে। তাই বুলেটের থেকে অধিক শক্তি নিয়ে আসছে তা বলাই যায়।
ব্যাটারি এবং ফিচারসঃ Torq Kratos Urban গাড়িতে আপনি ‘অ্যাক্সিয়াল ফ্লাক্স’ মোটর সহ 4.0 kWh এর Li-ion ব্যাটারি পেয়ে যাবেন। শহরাঞ্চলে প্রতিদিন ব্যবহারের জন্য 100 কিমি রেঞ্জ সহ সর্বোচ্চ 70 কিমি/ঘন্টা গতিতে ছুটতে পারে গাড়িটি। সংস্থাটির মালিক গাড়িটির সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন যে, সেখানে মাল্টি-রাইড মোড, ফাস্ট চার্জিং, ইন-অ্যাপ নেভিগেশন, ব্লুটুথের মাধ্যমে লাইভ ড্যাশবোর্ড অ্যাক্সেস সহ অত্যাধুনিক সমস্ত ফিচারস মজুদ রয়েছে।