Read In
Whatsapp
Bike News

রয়্যাল এনফিল্ডের এই বাইকটি মাত্র 6 সেকেন্ডেই পৌঁছায় 100 কিমি গতিতে, দাম এবং ফিচারস দেখে নিন

Royal Enfield এর বাইকের ব্যপক চাহিদা রয়েছে বাজারে। শক্তিশালী ইঞ্জিন, ক্লাসি ডিজাইন এবং উন্নত ফিচারস সহ বেশ সস্তায় বিক্রি করার জন্য বিখ্যাত চেন্নাই স্থিত কোম্পানিটি। আজ আমরা Royal Enfield এর একটি শক্তিশালী বাইকের কথা বলছি যেটি কিনা মাত্র 6.29 সেকেন্ডেই 0 থেকে 100 kmph গতিতে ছুটতে সক্ষম।

647.95 সিসির BS6 2.0 ইঞ্জিন দারুণ শক্তিশালী পারফরম্যান্স দেয় Royal Enfield এর Continental GT বাইককে। বাইকটির প্রারম্ভিক এক্স শোরুম দাম 3.19 লক্ষ টাকা। শক্তিশালী ইঞ্জিনের সাথে সাথে ফিচারসের অভাব নেই সেখানে। ইউএসবি চার্জিং সকেট রয়েছে বাইক চলাকালীন মোবাইল চার্জ দেওয়ার জন্য। উল্লেখ্য যে, ডুয়াল চ্যানেল ABS রয়েছে নিরাপত্তার জন্য।

Royal Enfield Continental GT বাইকের 647.95 সিসির ইঞ্জিন মোট 52 Nm টর্ক উৎপন্ন করে। শক্তিশালী বাইকটি 7250 rpm-এ 47.45 PS শক্তি দেয়। সর্বোচ্চ 161 কিমি/ঘন্টা গতিতে ছুটতে পারে সেটি। ইঞ্জিন যুক্ত রয়েছে 6 গতির গিয়ারবক্সের সাথে। সাসপেনশনের জন্য সামনে রয়েছে 41 মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে থাকছে টুইন গ্যাস-চার্জড শক অ্যাবজর্বার।

বাইকটির মোট ওজন 214 কেজি। নিরাপত্তার জন্য সামনে এবং পিছনের উভয় টায়ারেই ডিস্ক ব্রেক রয়েছে। টিউবলেস টায়ার এবং স্পোক হুইল দেখা যায় সেখানে। স্মার্ট স্পিডোমিটার, টুইন-পড অ্যানালগ, ওডোমিটার এবং ট্রিপ মিটারের মতো বৈশিষ্ট্য থাকছে Continental GT তে। বাইকটি সাতটি ভেরিয়েন্ট এবং ছয়টি রঙের বিকল্পে বিক্রি হচ্ছে বাজারে। টপ মডেলের এক্স শোরুম দাম 3.45 লক্ষ টাকা।

Back to top button