
ভারতের বাজারে কমিউটার বাইকের চাহিদা সবসময়ই বেশি। নতুন Honda SP 125 বাইকটি বেশ উপযোগী হয়ে ওঠেছে এই সেগমেন্টে। বাইকের আধুনিক ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের কারণে এই বাইকের চাহিদা বরাবরই বেশির দিকে। হোন্ডা তাদের বাইকে কিছু প্রিমিয়াম ফিচারস দিয়েছে যা সেটিকে বাজেট-সচেতন গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলে। চলুন বাইকটি কেমন দেখে নেওয়া যাক।
ইঞ্জিন: Honda SP 125 বাইকে 123.94 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 10.7 bhp শক্তি এবং 10.9 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। সাইলেন্ট স্টার্টের জন্য ACG স্টার্টার মোটর এবং 5-স্পীড গিয়ারবক্স সহ 65 কিমি মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি।
নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 100 মিমি চওড়া পিছনের টায়ার, LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ, অ্যালয় হুইল দেখতে পাবেন। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে আপনি দূরত্ব, গড় মাইলেজ, রিয়েল-টাইম মাইলেজ, ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর ইত্যাদি আগের ভার্সনের মতোই থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাইকটির দাম কত।

দাম: Honda SP125 Sports Edition বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 90,000 টাকা থেকে। বাইকটির ডিস্ক ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 93,500 টাকা থেকে।