Read In
Whatsapp
Bike News

KTM কে ধুলোয় মিশিয়ে দেবে Yamaha-র এই বাইক, বাজেট অপশনে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ফিচারস

Yamaha সম্প্রতি নতুন একটি বাইক লঞ্চ করেছে। নতুন এই বাইকের লুক যেমন অসাধারণ তেমনই শক্তিশালী সেটি। থাকছে আশ্চর্যজনক মাইলেজ এবং অফুরন্ত ফিচারস। এমনকি বাইকটি KTM কেও বড় টক্কর দিতে পারে। তাই আপনিও যদি বাইক কেনার কথা ভাবছেন তাহলে নতুন MT-15 দারুণ অপশন হতে পারে। চলুন বাইকটি সম্পর্কে জানাই আপনাদের।Yamaha Mt 15 Right Side View0

নতুন Yamaha MT-15 বাইকে একটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে যা যেকোন রাস্তায় দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সক্ষম। এই ইঞ্জিনটি হলো 155 সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড 4-স্ট্রোক SOHC 4-ভালভ ইঞ্জিন। বাইকের পাওয়ার আউটপুট হল 18.4 PS এবং 14.1 Nm। ইঞ্জিনটি যুক্ত রয়েছে 6 গতির গিয়ারবক্সের সাথে। উল্লেখ্য যে, বাইকে পাবেন 48kmpl এর মাইলেজ পাওয়া যাবে।

Yamaha Mt 15 Cyw Bike

Yamaha MT-15 এর ফিচারস
নতুন Yamaha MT-15 বাইকে অনেক আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য বাইকের LED হেডলাইট এবং টেললাইট, LED পজিশন লাইট, ডিজিটাল স্পিডোমিটার এবং টেকোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ফুয়েল গেজ, গিয়ার ইত্যাদি। এছাড়াও সেখানে ট্রিপমিটার, VVA Indicator, সাইডস্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ ইত্যাদির মতো ফিচারস ও রয়েছে।

Mt 15

নতুন Yamaha MT-15 দাম
নতুন ইয়ামাহা MT-15 বাইকের দাম শুরু হচ্ছে 1.67 লক্ষ টাকা থেকে। বাইকটির টপ ভ্যারিয়েন্টের দাম রয়েছে 1.73 লক্ষ টাকা। নতুন MT-15 এর মূল প্রতিযোগী KTM এর 125 Duke। কিন্তু KTM এর বাইকের থেকে কম দামেই কিনতে পারেন Yamaha-র দূর্দান্ত বাইকটি।

Back to top button