সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে Ola S1 pro থেকে TVS iQube বা Bajaj Chetak সহ একাধিক স্কুটার বিক্রীর নয়া রেকর্ড গড়েছে। কিন্তু জনেন কি ভারতের সর্ববৃহৎ ইলেক্ট্রিক স্কুটার নির্মাতা কোন কোম্পানিগুলো?