TRENDS
Advertisement

এগুলোই ভারতের বাজারে সবচেয়ে বেশি আন্ডাররেটেড বাইক যা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে সক্ষম

ভারতের বাজারে বাইকের অভাব নেই। কিন্তু এর মধ্যে কিছু বাইকের দারুণ বিক্রি হলেও কিছু বাইক ক্রেতাদের কাছে পৌঁছায় না। এমন নয় যে সেগুলো বাইক হিসেবে খারাপ, কিন্তু গ্রাহকরা সেগুলো অত…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে বাইকের অভাব নেই। কিন্তু এর মধ্যে কিছু বাইকের দারুণ বিক্রি হলেও কিছু বাইক ক্রেতাদের কাছে পৌঁছায় না। এমন নয় যে সেগুলো বাইক হিসেবে খারাপ, কিন্তু গ্রাহকরা সেগুলো অত পরিমাণে কেনেন না। তেমনই 5টি বাইকের তালিকা নিয়ে এলাম আমরা। দেখে নিন পাঁচটি আন্ডাররেটেড কিন্তু দারুণ বাইক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

BMW G 310R এগুলোই ভারতের বাজারে সবচেয়ে বেশি আন্ডাররেটেড বাইক যা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে সক্ষম
BMW G 310R তার প্ল্যাটফর্মটি TVS RR 310 এর সাথে শেয়ার করে। TVS বাইকের মতো একই 313cc ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এখানে। এই ইঞ্জিনটি 33.52 bhp শক্তি এবং 28 Nm টর্ক উৎপন্ন করে। বেশ দ্রুত গতির বাইকটি বেশ কম দামেই বাজারে লঞ্চ হয়েছে। BMW এর বাইক হলেও এটির বিক্রি বেশি নয়।

Honda CB300R এগুলোই ভারতের বাজারে সবচেয়ে বেশি আন্ডাররেটেড বাইক যা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে সক্ষম
Honda CB300R অত্যন্ত আন্ডাররেটেড মোটরসাইকেল। বাইকটিকে শক্তি যোগাচ্ছে 286cc ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 30.7 bhp শক্তি এবং 27.5 Nm টর্ক উৎপন্ন করে৷ CB300R খুব চটপটে এবং আরামদায়ক। বাইকটি খুব নির্ভরযোগ্য এবং বেশ দ্রুত।

Honda CB350 RS এগুলোই ভারতের বাজারে সবচেয়ে বেশি আন্ডাররেটেড বাইক যা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে সক্ষম
Honda CB350 RS হল Royal Enfield 350cc মোটরসাইকেলের একটি অত্যন্ত নির্ভরযোগ্য বিকল্প। CB300R এর মতই এই বাইকটিও আন্ডাররেটেড। CB 350 কে শক্তি যোগাচ্ছে একটি 348.36cc এর ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 20.78 bhp শক্তি এবং 30 Nm টর্ক উৎপন্ন করে।

Suzuki Gixxer SF 250 এগুলোই ভারতের বাজারে সবচেয়ে বেশি আন্ডাররেটেড বাইক যা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে সক্ষম

Suzuki Gixxer SF 250 একটি অত্যন্ত নির্ভরযোগ্য মোটরসাইকেল যা খুব চটকদার এবং রাইড এক্সপেরিয়েন্সও দারুণ। বাইকটিতে প্রয়োজনীয় সমস্ত ফিচারসই রয়েছে। SF 250 বাইকে রয়েছে একটি 249cc ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন যা 26.13 bhp শক্তি এবং 22.2 Nm টর্ক উৎপন্ন করে।

Kawasaki Vulcan S এগুলোই ভারতের বাজারে সবচেয়ে বেশি আন্ডাররেটেড বাইক যা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে সক্ষম
Kawasaki Vulcan S হল একটি ক্রুজার বাইক। ভারতের বাজারে বাইকটি উপলব্ধ থাকলেও অনেকেই জানেন না এই বাইকটির বিষয়ে। Vulcan S বাইকে রয়েছে 649cc প্যারালাল টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট 59.94 bhp শক্তি এবং 62.4 Nm টর্ক উৎপন্ন করে। Vulcan S বাজারে উপস্থিত অন্যান্য প্রতিযোগীদের তুলনায় একটু ব্যয়বহুল কিন্তু সামগ্রিকভাবে আরও শক্তিশালী প্যাকেজ অফার করে।

About Author