ভারতীয় যাত্রীরা অনেকেই স্কুটারকে তাদের প্রিয় বাহন হিসেবে বেছে নিয়েছেন। আর বাজারে চাহিদা বাড়তে দেখে দুর্দান্ত কিছু স্কুটার লঞ্চ করেছে বেশ কয়েকটি কোম্পানি। জ্বালানি চালিত স্কুটারের ক্ষেত্রে মাইলেজ খুবই গুরুত্বপূর্ন। আজ আমরা সেরা মাইলেজের কয়েকটি স্কুটার (Best Mileage Scooter) নিয়ে এসেছি আপনাদের জন্য।
1) Yamaha Ray ZR Fi: Yamaha এর গাড়ি মানে সেখানে পারফরম্যান্স নিয়ে ভাবতে হবেনা। সেরকমই একটি স্কুটার এই Ray ZR। শক্তিশালী ইঞ্জিন ছাড়াও নজরকাড়া স্পোর্টি এবং স্টাইলিশ ডিজাইন রয়েছে এখানে। স্কুটারের মাইলেজ রয়েছে 71.33 kmp এবং Ex-Showroom দাম রয়েছে 84,730 টাকা।
2) Yamaha Fascino 125 Fi: Ray ZR এর মতোই Fascino 125 Fi স্কুটারটিও বেশ জ্বালানি সাশ্রয়ী। স্কুটারে মোট 68.75 kmpl মাইলেজ রয়েছে। এক্স শোরুম দাম 79,600 টাকা।
3) Hero Maestro Edge 125 : Maestro Edge 125 এ শক্তিশালী ইঞ্জিন দিয়েছে হিরো। আর সেই কারণে গাড়িটির দুর্দান্ত পারফর্ম করার সাথে সাথে মাইলেজও বেশ ভালো দেয়। 67.72 kmpl মাইলেজের সাথে স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে 86,160 টাকা।
4) TVS Jupiter : Activa এবং Jupiter এর মধ্যে তুল্যমূল্য লড়াই চলতে থাকে দেশের বাজারে। এই গাড়িটিও হোন্ডা অ্যাক্টিভার মতোই ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, বড় স্টোরেজ স্পেস সহ একগুচ্ছ ফিচারসের সাথে আসে। দাম এবং স্কুটারের উন্নত বৈশিষ্ট্যর কারণেই Jupiter আজ ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। 64 কিমি মাইলেজ সমেত স্কুটারের দাম পড়বে 73,340 টাকা।
5) Honda Activa 6G : স্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে Activa। বহুবছর ধরেই ভারতের বাজারে সার্ভিস দিয়ে আসছে হোন্ডা অ্যাক্টিভা। হোন্ডা গাড়িটি তার রিহাইনড হাই কোয়ালিটির ইঞ্জিন, আরামদায়ক আসন, হাই কোয়ালিটি ডিজাইনের সাথে ভালো মাইলেজ দেয়। দাম এবং মানের কারণে Honda Activa 6G হল ভারতের বেস্ট স্কুটার। 60 কিমি মাইলেজের সাথে স্কুটারের দাম 79,806 টাকা।
6) TVS Ntorq: স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে TVS Apache বেস্ট সেলিং বাইক। ঠিক সেভাবেই স্পোর্টস স্কুটারের তালিকায় সেরা পারফর্মার TVS Ntorq। হাই ক্লাস পারফরম্যান্স এবং আধুনিকতার মেলবন্ধন রয়েছে স্কুটারে। মাইলেজও মন্দ নয় এই গাড়িটির। 50 কিমি মাইলেজের সাথে স্কুটারের দাম পড়বে 84,636 টাকা।