Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Best Electric Scooters : একবার চার্জেই ঘুরতে পারেন কলকাতা থেকে সুন্দরবন, রইল সেরা ৬ ইলেক্ট্রিক স্কুটারের হদিশ

দ্রুত বাড়ছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। আর এই বিভাগে বৈদ্যুতিক স্কুটারের বাজার এগিয়ে চলেছে দ্রুত গতিতে। বাজারের চাহিদা দেখে একগুচ্ছ সংস্থা তাদের ইলেক্ট্রিক স্কুটারের ঘোষণা করেছে। মার্কেটের বড় বড় কোম্পানির সাথে বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। কিন্তু বাজারে সেরা বৈদ্যুতিক স্কুটার কোনগুলো? জানতে চোখ রাখুন নীচের তালিকায়।

১) Ather 450X

ather 450x

দাম : এক্স-শোরুম দাম ১.৩৬ লক্ষ টাকা থেকে ১.৫৮ লক্ষ টাকা।
কিছুদিন আগেই এই পাওয়ার প্যাকড স্কুটারটি বাজারে অনে Ather Energy। Ather Energy এর তরফে স্কুটারেটির রেঞ্জ দাবী করা হয়
১৪৬ কিলোমিটার। তবে সার্টিফাইড রেঞ্জ থেকে বেশ অনেকটা আলাদা আসল রেঞ্জ। আপনি মোট ১০৫ কিমি সেটা পারেন একবার চার্জে। মোট ৪.৫ ঘণ্টা লাগে ফুল চার্জ হতে।

২) Gravton Quanta
দাম : এক্স-শোরুম দাম ১,১৫,০০০ টাকা।
গ্র্যাভটন কোয়ান্টা বাইকটি একবার সম্পূর্ন চার্জে ১৫০ কিমি পর্যন্ত যেতে সক্ষম। সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘন্টা বেজে ছুটবে এই ই-স্কুটার। কিন্তু এই গাড়িটির ডুয়াল ব্যাটারি সিস্টেম রয়েছে, যা আপনাকে মোট ৩২০ কিমি রেঞ্জ দিতে সক্ষম!

৩) Okaya Fast F4
দাম: এক্স-শোরুম দাম ১,০৯,০০০ টাকা।
গত ২০২২ সালে ভারতের বাজারে আসে Okaya Fast F4। একবার সম্পূর্ন চার্জেই গাড়িটি ১৫০ কিমি দুটিতে যেতে পারে। ৯০ কিমি প্রতি ঘন্টা বেজে ছুটতে সক্ষম এই E-scooter এর চার্জিং টাইম ৫ থেকে ৬ ঘণ্টা।

৪) Okinawa Okhi 90ev
দাম : এক্স-শোরুম দাম ১,৮৬,০০০ টাকা।
গত ২০২২ সালেই স্কুটারটি লঞ্চ করে , আর সেটি একটি দারুণ হিট প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই গাড়িটি বাজারে ১ লক্ষেরও বেশি বিক্রী হয়েছে। একবার সম্পূর্ন চার্জে গাড়িটি মোট ১৬০ কিমি পর্যন্ত যেতে সক্ষম। ।

৫) Vida V1
দাম : এক্স-শোরুম দাম ১.৪৫ লক্ষ টাকা।
হিরো মোটকর্পের সাবসিডিয়ারি কোম্পানি Vida। ইলেক্ট্রিক স্কুটারের বাজারে Vida’র প্রথম গাড়ি নিয়ে Vida V1। ৮০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম এই গাড়িটির রেঞ্জ ১৬৫ কিমি! গাড়িটির ব্যাটারি তিনবছরের ওয়ারেন্টির সাথে আসে।

৬) Ola S1 Pro
দাম : এক্স-শোরুম দাম ১,৩৯,৯৯৯ টাকা
ইলেক্ট্রিক স্কুটারের বাজারে সবেথেকে আগে এগিয়ে রয়েছে Ola। তাদের ফ্ল্যাগশিপ Ola S1 pro গাড়িটি বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে। প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে চলতে সক্ষম এই স্কুটারটি একবার সম্পূর্ন চার্জেই ১৭০ কিমির মাইলেজ দেয়!

Back to top button