ভারতের বাজারে নানান ধরণের বাইক রয়েছে। কারো পছন্দ কমিউটার তো কেও কেনেন স্পোর্টি বাইক। আবার অনেকে ক্রুজার অথবা রোডস্টার বাইকেই বেশি মানানসই। কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কোন বাইক উপযুক্ত তাই জানাবে আমাদের এক্সপার্ট টিম। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাজারে উপলব্ধ সেরা পাঁচ হার্ড-কোর অ্যাডভেঞ্চার বাইক।
Royal Enfield Himalayan 450
অ্যাডভেঞ্চার সেগমেন্টে Royal Enfield এর Himalayan বাইকটির জুড়ি নেই। দারুণ ফিচারস এবং শক্তপোক্ত বডির সাথে নতুন Himalayan যেন তৈরীই হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য। আর বাইকের ডিজাইনকে যোগ্য সঙ্গত দিচ্ছে 452 সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 39 bhp শক্তি এবং 40 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 2.85 লক্ষ টাকা।
KTM 390 Adventure
KTM এর এই বাইকটির নামের মধ্যেই রয়েছে অ্যাডভেঞ্চার। আর সেরকমই ডিজাইন রয়েছে এখানে। থাকছে শক্তিশালী ইঞ্জিন এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন। বাইকটিকে শক্তি যোগাচ্ছে 373 সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। 390 Adventure এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 3.38 লক্ষ টাকা থেকে।
Suzuki V-Strom SX
Suzuki এর V-Strom SX ভারতে বিক্রি হওয়া বাজেট অ্যাডভেঞ্চার মোটরসাইকেলগুলির মধ্যে একটি। অন্যান্য বাইকের মতো ভারী ইঞ্জিনের পরিবর্তে এখানে 249 সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়। এই ইঞ্জিন মোট 26.5 bhp শক্তি এবং 22.2 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির দাম রয়েছে 2.11 লক্ষ টাকা।
BMW G310 GS
জার্মান কোম্পানি BMW এর অ্যাডভেঞ্চার রাইডের ক্ষেত্রে সেরা বিকল্পগুলির মধ্যে একটি G310 GS। বাইকে রয়েছে 313 cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 33.52 bhp শক্তি এবং 28 Nm পিক টর্ক উৎপন্ন করে। G310 GS এর প্রারম্ভিক দাম 3.30 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Honda NX500
Honda NX500 অ্যাডভেঞ্চার লাইনআপে সর্বশেষ সংযোজন। কিছুদিন আগেই বাইকটি লঞ্চ হয়েছে। NX500 নিয়ে বাজারে বেশ উত্তেজনা দেখা গিয়েছে। 5.90 লক্ষ টাকা দামের এই বাইকে রয়েছে 471 সিসির লিকুইড কুল প্যারালাল-টুইন ইঞ্জিন। ইঞ্জিনটি মোট 47.5 hp শক্তি এবং 43 Nm পিক টর্ক উৎপন্ন করে।