Read In
Whatsapp
Bike News

350 CC Bikes : Bullet নয়, 350 সিসি সেগমেন্টে নজরে থাকুক এই চার বাইক

ভারতের বাজারে 350 সিসি বাইক কিনতে চাইলে অপশনের শেষই হয়না যেন। একগুচ্ছ অপশন রয়েছে এই সেগমেন্টে। তবে এই 350 সিসি সেগমেন্টে সবচেয়ে বেশী বিক্রি হয় Bullet 350। আজ আমরা জানাবো Royal Enfield এর Bullet বাইকটি ছাড়াও কী কী অপশন রয়েছে (350 CC Bikes) আপনাদের।

Honda CB 350 350 CC Bikes
Honda Highness CB 350 বাইকটি সদ্যই লঞ্চ হয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে 2.10 লক্ষ টাকা থেকে 2.16 লক্ষ টাকার মধ্যে৷ মোট চারটি ভেরিয়েন্টে এবং সাতটি রঙের বিকল্পের সাথে আসে CB 350। এই বাইককে শক্তি যোগাচ্ছে 348.36 cc ইঞ্জিন যা সর্বোচ্চ 21.07 PS শক্তি এবং 30 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য, Honda Highness CB 350 বাইকে 45.8 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।

Jawa 350 350 CC Bikes
Yezdi মোটরসাইকেল কোম্পানির নতুন Jawa 350 বাইকের এক্স শোরুম দাম 2.15 লক্ষ টাকা। Jawa 350 বাইকে রয়েছে 334 cc ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 22.57 PS শক্তি এবং 28.1 Nm টর্ক সরবরাহ করে।

Royal Enfield Classic 350
350 cc সেগমেন্টে Classic 350 সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল। এই। আজকের এক্স শোরুম দাম 1.93 লক্ষ থেকে 2.25 লক্ষ টাকার মধ্যে। মোট 15টি রঙের বিকল্প সহ ছয়টি ভেরিয়েন্টে রয়েছে Classic 350 এর। বাইকটির 349.34 cc ইঞ্জিন মোট 20.21 Ps শক্তি এবং 27Nm টর্ক প্রদান করে।

Yezdi Scrambler
Yezdi Scrambler বাইকটিও এই সেগমেন্টে একটি দারুণ অপশন। Yezdi Scrambler বাইকের এক্স শোরুম দাম রয়েছে 2.10 লক্ষ টাকা থেকে 2.16 লক্ষ টাকা। আর এই গাড়িটি 5টি ভিন্ন ভেরিয়েন্টে আসে। বাইকের 334 সিসির ইঞ্জিন মোট 29.77 PS শক্তি এবং 28.21 Nm টর্ক উৎপন্ন করে।

Back to top button