3 লক্ষ টাকার বাজেট একগুচ্ছ বাইক মজুদ রয়েছে বাজারে। কিন্তু আপনি যদি সবচেয়ে শক্তিশালী বাইক নিতে চান তাহলে কোন বাইকগুলো সেরা আপনার জন্য তাই খুঁজে এনেছি আমরা। চলুন দেখে নেওয়া যাক 3 লাখের বাজেটে সেরা পাঁচটি বাইক কি কি?
1) 2024 KTM 250 Duke 31hp
250 Dukeএর Gen 3 কে অপেক্ষাকৃত দামী Duke 390-এর মতো অনেক বৈশিষ্ট্যর সাথে লঞ্চ করেছে KTM। উল্লেখ্য যে, 250 Duke আজ ভারতে সবচেয়ে শক্তিশালী 250cc বাইক। সেখানে যে 250 সিসি ইঞ্জিন রয়েছে তা মোট 31 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকের এক্স শোরুম দাম 2.39 লক্ষ টাকা।
2) Honda CB300R 31hp
ভারতের বাজারে CB300R একটি আন্ডাররেটেড বাইক হিসেবে পরিগণিত হয়েছে। সেজন্য অবশ্য বাইকটির দামই দায়ী। কিন্তু বর্তমানে Honda সেটির দাম কমিয়ে 2.40 লক্ষ করার পর থেকেই বেশ প্রতিযোগী হয়ে ওঠেছে এটি। 296 সিসির ইঞ্জিন মোট 31 hp শক্তি উৎপন্ন করে।
3) TVS Apache RTR 310 35.6hp
Apache RTR 310 বাইকে 312cc ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 35.6hp শক্তি তৈরি করতে সক্ষম। Apache RTR লাইনআপের সবচেয়ে শক্তিশালী বাইক RTR 310। TVS তাদের লেটেস্ট বাইকটি 2.43 লক্ষ টাকায় লঞ্চ করেছে।
4) Triumph Scrambler 400 X 40hp
Bajaj-Triumph পার্টনারশিপের ফসল Scrambler 400 X। Speed 400 এর অফ-রোডিং ভার্সন এটি। Scrambler 400 X এর দাম Speed 400-এর থেকে প্রায় 30,000 টাকা বেশি। বাইকের 396 সিসি ইঞ্জিন মোট 40 hp শক্তি উৎপন্ন করে।
5) KTM 390 Adventure X 43.5hp
2.80 লক্ষ টাকার বাজেটে KTM 390 Adventure এই তালিকায় সবচেয়ে শক্তিশালী বাইক। 398 সিসির ইঞ্জিন মোট 43.5 hp শক্তি এবং 37 Nm টর্ক তৈরি করে। বাইকটি যেমন অফ-রোডিংয়ে সেরা তেমনই সাধারণ রাস্তাতেও চলতে সক্ষম। বাজেটের চাপ না থাকলে এই বাইকটি নিয়ে দেখতে পারেন।