Read In
Whatsapp
Bike News

ভারত এবং বাংলাদেশে দামের মধ্যে রয়েছে বিস্তর ফারাক, কিন্তু কত পার্থক্য একই বাইকে? দেখে নিন খুঁটিনাটি

ভারতীয় বিভিন্ন বাইক নির্মাতা কোম্পানি ভারতে তো বটেই, বিশ্বের আরো নানান দেশে বাইক বিক্রি করে। সম্প্রতি আফ্রিকান মহাদেশের বিভিন্ন দেশগুলোতে চিনা কোম্পানিকে হঠিয়ে বিখ্যাত হয়েছে Bajaj, TVS ইত্যাদিরা। এই কোম্পানিগুলো কিন্তু পড়শী দেশ বাংলাদেশের বাজারেও নিজেদের বাইক এবং স্কুটার বিক্রি করে। এছাড়া সেদেশে জাপানি জায়ান্ট, Yamaha, Honda এর মতো বড় সংস্থাও উপস্থিত রয়েছে। 

কোম্পানিগুলোর এমন অনেক বাইক রয়েছে যা দুই দেশেই বিক্রি হয়। কিন্তু দামে বড় পার্থক্য রয়েছে। দুই পাশাপশি দেশের মধ্যে দূরত্ব না থাকলেও দামের মধ্যে বিস্তর ফারাক দেখা যায়। এক্ষেত্রে বিভিন্ন আইনি জটিলতা, ট্যাক্স ইত্যাদির কারণে দামের মধ্যে ফারাক এসেই যায়। কিন্তু কতটা ফারাক রয়েছে? চলুন তাই দেখে নেওয়া যাক। 

এখানে একটি তালিকার মাধ্যমে ভারত এবং বাংলাদেশে বিক্রি হওয়া সেরা কয়েকটি গাড়ির দুই দেশের এক্স শোরুম দাম দেওয়া হলো

বাইকের নাম  ভারতীয় দাম  বাংলাদেশে দাম
Suzuki Gixxer 150 1.38 লাখ রুপি 1,92,950 টাকা
Honda X-Blade 160 1.15 লাখ রুপি 1,91,500 টাকা
Yamaha FZS FI 1.29 লাখ রুপি 2,29000 টাকা
Yamaha R15 V3 1.64 লাখ রুপি 4,85000 টাকা
TVS Apache RTR 1604V 1.26 লাখ রুপি 1,67,300 টাকা
Bajaj Pulsar 150 1.30 লাখ রুপি 1,92,750 টাকা
Bajaj Discover 125 63,000 রুপি (বর্তমানে আর উৎপাদন হয়না ভারতের বাজারে) 1,60,500 টাকা
TVS Raider 125 98,000 রুপি 1,63,990 টাকা
Honda CB Shine – 84,000 রুপি 1,46,000 টাকা
Back to top button