Read In
Whatsapp
Bike News

সেপ্টেম্বর মাসে বিক্রির রেকর্ড এই বাইকের, মাত্র 6 মাসেই বিক্রি ছড়িয়েছে 4 লাখ

ভারতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ টু হুইলার মার্কেট। একাধিক কোম্পানি রয়েছে এই বাজারে। এখানে সবচেয়ে বড় প্লেয়ার হিরো মোটকর্প। Hero তাদের বাইকের ভাঁড়ারে একেছিক বাইক রেখেছে যা বাজারে বেস্ট সেলিং বলে প্রমাণিত হয়েছে। তবে এই বাজারে বড় বড় আঘাত হেনেছে হোন্ডার Shine এবং SP 125।

হোন্ডার বাজারেও অবশ্য আঘাত হেনেছে আরেক ভারতীয় কোম্পানি বাজাজ। বর্তমানে হিরোর সাথেও সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে বাজাজ অটো। রেকর্ড বাইক বিক্রি করেছে কোম্পানি। গত মাসের পরিসংখ্যান জানাচ্ছে, সেপ্টেম্বর মাসে মোট 67,256 টি Pulsar বিক্রি হয়েছে এই মার্কেটে।

রেকর্ড জানাচ্ছে মাত্র 6 মাসের মধ্যেই 4 লক্ষেরও বেশি Pulsar বাইক বিক্রি করেছে Bajaj। চলুন এক নজরে গত 6 মাসের রিপোর্ট দেখে নেওয়া যাক।

সেপ্টেম্বর – 67,256
অগাস্ট – 52,129
জুলাই – 50,732
জুন – 67,134
মে – 87,071
এপ্রিল – 78,799

চার্ট অনুযায়ী গত 6 মাসের মধ্যে মে,2023 এ সর্বাধিক পালসার বাইক বিক্রি হয়েছে। অল্প সময়েই এর সংখ্যক বাইক বিক্রি করে রেকর্ড কায়েম করেছে বাজাজ অটো। উল্লেখ্য এই দৌড়ে পিছিয়ে নেই Honda Shine 125,Hero Splendor Glamour TVS Raider। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী বাকিদের পিছনে ফেলেছে বাজাজের পালসার।

Back to top button