Read In
Whatsapp
Bike News

বাজার কাঁপাতে আসছে নতুন Yamaha R3 এবং MT-03, দাম এবং ফিচারস দেখলে অবাক হয়ে যাবেন!

সামনেই ভারতের MotoGP। তার আগে সমস্ত কোম্পানি নিজেদের বিভিন্ন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে বাজারে। দৌড়ে পিছিয়ে নেই Yamaha। বিভিন্ন বাইক এবং স্কুটারের মনস্টার রেসিং এডিশন এনেছে কোম্পানি। সম্প্রতি পাওয়া রিপোর্ট জানাচ্ছে যে, শীঘ্রই তারা আবার R3 এবং MT-03 লঞ্চ করবে বাজারে। অত্যাধুনিক শক্তি এবং লেটেস্ট ফিচারস সহ বাজারে আসছে নতুন দুটি বাইক।

MotoGP Bharat কে ঘিরে যেমন দেশের সাধারণ মানুষ ব্যপক উৎসুক তেমনই বিভিন্ন কোম্পানিও ভারতের ক্রমবর্ধমান বাজারে লাভ ওঠাতে চাইছে। এদিকে ভারতের বাজারে দীর্ঘদিন উপস্থিত থাকা Yamaha তাদের প্রিমিয়াম R3 এবং MT-03 লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে বাইকগুলো সিঙ্গল সিলিন্ডারের পরিবর্তে সেখানে ডুয়াল সিলিন্ডার থাকবে।

ভারতের বাজারে সদ্যই Kawasaki Ninja 400, Aprilia RS 457 লঞ্চ হয়েছে। বাইকদুটিকে যোগ্য লড়াই দেবে R3 এবং MT-03। দুটি বাইকেই 321cc প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। এর আগে 2020 সালেও ভারতে R3 লঞ্চ হয়। তবে সেবার নির্গমন আইনের কারণে বাইকটি বিক্রি করতে পারেনি Yamaha।

এবার বাজারে ফিরছে শক্তিশালী R3 এবং স্ট্রিট ফাইটার MT-03। শেষবার বাইকটি 3.5 লক্ষ টাকায় লঞ্চ করা হয়। সেকারণে আশা করা যাচ্ছে যে, 4 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাইকটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে। সেখানে আপনি নতুন ডিজাইন, LED হেডল্যাম্প, USD ফর্ক সহ অসংখ্য আপগ্রেড দেখতে পাবেন।

R3 আগে ভারতে লঞ্চ হলেও MT-03 একেবারেই নতুন। আসলে Yamaha R3 এর ন্যাকেড স্ট্রিট ফাইটার ভার্সন MT-03। সেখানেও 321cc প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে যা 42hp উৎপাদন করতে সক্ষম। Yamaha এর প্রিমিয়াম ব্লু স্কোয়ার ডিলার নেটওয়ার্কে বাইকটি বিক্রি হবে।

Back to top button