Read In
Whatsapp
Bike News

বছরের শুরুতেই আসছে নতুন Ninja, বাজার কাঁপাতে তৈরী Kawasaki

Kawasaki শীঘ্রই নতুন মডেল আনছে ভারতের বাজারে। আগামী 1 জানুয়ারি লঞ্চ হতে চলেছে নতুন Kawasaki Ninja ZX-6R। দারুণ স্পোর্টস বাইক লঞ্চ করে বছরের শুরুতেই বড় চমক দিতে চলেছে Kawasaki। প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টেও বড় পরিবর্তন আসবে Ninja ZX-6R লঞ্চ হওয়ার ফলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাইকের ফিচারস কেমন হতে চলেছে।

Ninja ZX-6R বাইকে থাকছে 4.3 ইঞ্চি কালার TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া সেখানে স্মার্টফোন কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল, পাওয়ার মোড এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো আধুনিক ফিচারস রয়েছে। ব্রেকিংয়ের জন্য উভয় চাকাতেই পাওয়া যাবে ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS।

ডিজাইন
বাইকটির ডিজাইনের সাথে কোনো আপোষ করেনি Kawasaki। এক্ষেত্রে Ninja ZX-6R অনেকখানি Ninja ZX-10R কে কপি করেছে। শার্প ডিজাইনের সাথে ক্লিপ-অন হ্যান্ডেলবার, রিয়ার সেট-ফুটপেগ, স্প্লিট হেডল্যাম্প এবং LED লাইটিং গাড়িটিকে আরো জাঁকজমকপূর্ন করেছে।

ইঞ্জিন
পারফরম্যান্স নিয়ে সন্দেহের কোনো জায়গাই নেই। Ninja ZX-6R কে শক্তি জোগাবে 636CC এর ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 129 hp শক্তি এবং 69 Nm টর্ক উত্পন্ন করতে পারে। 6 স্পিড গিয়ারবক্স, কুইক শিফটার এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচের সুবিধা থাকছে এখানে।

দাম
কাওয়াসাকি নিনজা ZX-6R বাইকটির বর্তমান এক্স শোরুম দাম রয়েছে 10.49 লাখ টাকা। নতুন ভার্সনের দাম হতে পারে 11 লক্ষ টাকার আশেপাশে।

Back to top button