শীঘ্রই ভারতের বাজারে দেখা যাবে Royal Enfield এর নতুন Himalayan বাইক। নতুন ভার্সন নিয়ে উত্তেজনা বেড়েছে বিগত সময়ে। এবার অপেক্ষা বাইকটি লঞ্চ হওয়ার। আগামী মাসের শুরুতে বাজারে লঞ্চ হবে নতুন Himalayan। তার আগে দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকছে বাইকে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, Royal Enfield Himalayan 452 তিনটি রঙের সাথে বিক্রি হবে বাজারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এই নিয়ে কোনও অফিসিয়াল বয়ান আসেনি। নতুন Royal Enfield Himalayan 452 এর এক্স দাম থাকতে পারে 2.60 লক্ষ টাকা থেকে 2.70 লক্ষ টাকা। উল্লেখ্য আগের ভার্সন থেকে অনেক বেশি শক্তিশালী হবে নতুন বাইক।
Himalayan বাইকে 411 সিসির জায়গায় 452 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। লেটেস্ট RE Himalayan 452 অ্যাডভেঞ্চার বাইকে DOHC কনফিগারেশন সহ একটি সম্পূর্ণ নতুন 451.66 সিসির লিকুইড-কুলড, 4-ভালভ ইঞ্জিন থাকবে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনটি 8,000rpm-এ 39.57bhp শক্তি এবং 40-45Nm-এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে ইঞ্জিনটি।
রয়্যাল এনফিল্ড হিমালয়ান 452 তে বড় উইন্ডস্ক্রিন, এবং লম্বা মাডগার্ড থাকবে। টিজার ভিডিও থেকেই স্পষ্ট জানা যাচ্ছে এই বিষয়ে। অল-এলইডি আলো, USD ফর্ক এবং একটি নতুন সিঙ্গল-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। অ্যাডভেঞ্চার বাইকটির সামনে 21 ইঞ্চি চাকা এবং পিছনে 17-ইঞ্চি ওয়্যার-স্পোক চাকা থাকতে পারে।