125 সিসি ইঞ্জিন সেগমেন্টে প্রতিযোগিতা কম নেই। আর এই বাইকগুলোর চাহিদাও দারুণ। কমিউটার বাইকের ক্ষেত্রে হোন্ডার Shine 125 বাইকটি বেশ জনপ্রিয়। দারুণ মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে Shine আজ বেস্ট সেলিং বাইক। মাইলেজ যেমন দূর্দান্ত গতিও তেমনই শক্তিশালী।
Honda Shine এ 125 বাইকে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 10.74 PS শক্তি এবং 11 Nm টর্ক উৎপন্ন করে। মাত্র 13.43 সেকেন্ডেই 100 kmph গতিতে পৌঁছাতে সক্ষম। LED হেডলাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টুইন পড ক্লাস্টার, ওডোমিটার এবং একটি ফুয়েল গেজ রয়েছে বাইকে।
সামনের ডিস্ক ব্রেক এবং একটি পিছনের ড্রাম ব্রেক রয়েছে। বাইকটি চারটি ভেরিয়েন্ট এবং আটটি রঙের সাথে আসে। আরামদায়ক যাত্রার জন্য বাইকে টেলিস্কোপিক ফর্ক এবং একটি আরামদায়ক আসন রয়েছে। এছাড়া Shine 125 এর মাইলেজ ও অসাধারণ। প্রতি লিটারে 65 কিমি মাইলেজ দেয় বাইকটি।
বাইকে 10.5 লিটারের জ্বালানি ট্যাংক রয়েছে। অর্থাৎ একবার ফুল ট্যাংকি করলে মোট 650 কিমি যেতে পারেন আপনি! বাইকের বেস মডেলের এক্স শোরুম দাম 78,687 টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 83,800।