Read In
Whatsapp
Bike News

উৎসবের মুহূর্তকে আরো আনন্দদায়ক করতে নিয়ে যান Bajaj Platina, তেল ভরা নিয়ে ভাবতে হবে না

বাইকের বাজার বেড়েই চলেছে। সামনেই দুর্গাপুজো সহ দীপাবলি। উৎসবের মরশুমে একাধিক কোম্পানি তাদের বাইক নিয়ে হাজির। এসবের মধ্যে আবার কিছু বাইক রয়েছে যেগুলো সস্তায় দারুণ পারফরম্যান্স দেয়, Bajaj Platina সেরকমই একটি গাড়ি। Hero Splendor এর সাথে জোর প্রতিযোগিতা চললেও Platina এর জুড়ি নেই।

Bajaj Platina আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা, কারণ বাইকে বেশ বড় অংকের মাইলেজ পেয়ে যাবেন আপনি। আসলে বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে, সেখানে মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত রয়েছে।

ইঞ্জিন এবং ফিচারস : প্লাটিনা গাড়িতে 115 সিসির DTS-i ইঞ্জিন রয়েছে। সেটি মোট 8.60 PS শক্তি এবং 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে ইঞ্জিনটি। এছাড়া বাইকে থাকছে 11 লিটারের জ্বালানী ট্যাঙ্ক। মোট 70 থেকে 100 কিমির মাইলেজ পেয়ে যাচ্ছেন Platina তে।

দাম : টপ-এন্ড Bajaj Platina 110 ABS-এর এক্স-শোরুম দাম শুরু হয় 70 হাজার থেকে। তাই আর দেরি কিসের, উৎসবের মরশুমে নিয়ে আসুন নতুন বাইক।

Back to top button